বিএনএ ডেস্ক: নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, পুলিশের গুলিতে ৫ নেতাকর্মী নিহত ও খালেদা জিয়ার মুক্তির দাবিতে চট্টগ্রামের বিভাগীয় সমাবেশ করছে বিএনপি। সমাবেশের প্রধান অতিথি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ উপস্থিত হয়েছেন দলটির সিনিয়র নেতারা।
বুধবার (১২ অক্টোবর) বুধবার দুপুরে পলোগ্রাউন্ডের বিভাগীয় সমাবেশে হাজির হয়েছেন বিএনপির হাজার হাজার নেতাকর্মী। নেতা-কর্মীদের স্লোগানে মুখরিত হয়ে উঠেছে পলোগ্রাউন্ড মাঠ।
বিভাগীয় সমাবেশ সফল করতে গতরাত থেকে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা থেকে পলোগ্রাউন্ডে আসতে থাকে নেতাকর্মীরা। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, পুলিশের গুলিতে ৫ নেতাকর্মী নিহত ও খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিভিন্ন ধরণের প্লাকার্ড, টিশার্ট ও ক্যাপ পরে হাজির হয়েছেন বিএনপির নেতাকর্মীরা।
বিএনপি নেতাকর্মীরা বলছেন চট্টগ্রামের এই সমাবেশ থেকে আওয়ামী লীগ সরকারকে একটা বার্তা দিতে চান তারা। অবৈধভাবে ক্ষমতা দখল করে দীর্ঘস্থায়ীভাবে ক্ষমতা কুক্ষিগত করে রাখা যাবে না বলেন মন্তব্য করেন দলটির নেতাকর্মীরা। বলেন, অবিলম্বে ক্ষমতা ছেড়ে দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে এই অবৈধ সরকারকে বাধ্য করবেন তারা। প্রয়োজনে আরও কঠোর কর্মসূচী দিতে বিএনপি নেতাদের প্রতি আহ্বান জানান দলটির তৃণমূলের নেতাকর্মীরা।
গত ২৭ সেপ্টেম্বর বিএনপি ৯টি বিভাগে গণসমাবেশের কর্মসূচি ঘোষণা করে। যার প্রথমটি আজ চট্টগ্রামে হচ্ছে। শেষ মহাসমাবেশ আগামী ১০ ডিসেম্বর ঢাকার নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে হওয়ার কথা রয়েছে।
বিএনপির পরবর্তী বিভাগীয় সমাবেশে হবে-১৫ অক্টোবর ময়মনসিংহ, ২২ অক্টোবর খুলনা, ২৯ অক্টোবর রংপুর, ৫ নভেম্বর বরিশাল, ১২ নভেম্বর ফরিদপুর, ১৯ নভেম্বর সিলেট, ২৬ নভেম্বর কুমিল্লা, ৩ ডিসেম্বর রাজশাহী ও ১০ ডিসেম্বর ঢাকায়।
এর আগে প্রথম ধাপে ২২ আগস্ট থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত দেশব্যাপী জেলা, উপজেলা, থানা ও ইউনিয়ন পর্যায়ে বিক্ষোভ কর্মসূচি পালন করে বিএনপি। এসব কর্মসূচিতে ব্যাপক লোক সমাগম হওয়ায় নেতাকর্মীরা এখন অনেকটা উজ্জীবীত বলে দাবি করছেন বিএনপি নেতারা।
বিএনএ/এ আর