বিএনএ, বগুড়া : বগুড়ার শেরপুরে তেলের পাইপ লাইন মেরামতের সময় ট্যাংকি বিস্ফোরণে চার টেকনিশিয়ানের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ সেপ্টম্বর) দুপুরে উপজেলার ভবানীপুর ইউনিয়নের ছনকা এলাকার মজুমদার প্রোডাক্ট লিমিটেডে এ ঘটনায় তারা গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করার পর তাদের মৃত্যু হয়।
নিহত টেকনিশিয়ানরা হলেন- নীলফামারীর সৈয়দপুর অফিসার্স কলোনির মো. খলিলের ছেলে মো. ইমরান (৩২), একই এলাকার সোলায়মানের ছেলে মোহাম্মদ সাঈদ (৩৮), রুবেল (৩১) ও আবদুস সালামের ছেলে মো. মনির (২৮)।
জানা গেছে, মজুমদার প্রোডাক্ট লিমিটেডের তেলের লাইন মেরামত করছিলেন শ্রমিকরা। এসময় ওয়েল্ডিংয়ের আগুনের ফুলকি তেলের ট্যাংকের ভেতরে ঢুকলে তেলের ট্যাংকের বিস্ফোরণ ঘটে। এঘটনায় বেশ কয়েকজন শ্রমিক আহত হন। আহতদের মধ্যে চারজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বলেন, ঘটনাস্থলে গিয়ে পুলিশ কাজ করছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের মজুমদার প্রোডাক্ট লিমিটেডে ধানের তুষ থেকে রাইসব্র্যান তেল তৈরি হয়। এখানে তেলের লাইনের সমস্যা হয়। টেকনিশিয়ানরা গত ১৫ দিন ধরে মেরামতের কাজ করছিলেন।
বিএনএনিউজ/এইচ.এম/এইচমুন্নী