17 C
আবহাওয়া
৮:৫১ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৮, ২০২৫
Bnanews24.com
Home » গাজী মাজহারুল আনোয়ার সর্বকালের সেরা গীতিকারদের একজন-বিএনএ সম্পাদক

গাজী মাজহারুল আনোয়ার সর্বকালের সেরা গীতিকারদের একজন-বিএনএ সম্পাদক

বাংলাদেশ নিউজ এজেন্সি(বিএনএ) ও বিএনএনিউজ২৪ ডটকম সম্পাদক মিজানুর রহমান মজুমদার

বাংলাদেশ নিউজ এজেন্সি(বিএনএ) ও বিএনএনিউজ২৪ ডটকম সম্পাদক মিজানুর রহমান মজুমদার বলেছেন, গাজী মাজহারুল আনোয়ার ছিলেন বাংলা গানের সর্বকালের সেরা গীতিকারদের একজন। এদেশে তুমুল জনপ্রিয় দেশাত্মবোধক গান সমুহের অধিকাংশই  তাঁর লেখা।সঙ্গীতের সকল শাখায় গাজী মাজহারুল আনোয়ারের অবাধ বিচরণ ছিল।অত্যন্ত মেধাবি এই গীতিকার বাইশ হাজার গান লিখে এক ইতিহাস রচনা করেছেন।

গাজী মাজাহারুল আনোয়ার স্মরনে এক বিশেষ সংগীতানুষ্ঠান
গাজী মাজাহারুল আনোয়ার স্মরনে বিশেষ সংগীতানুষ্ঠান

ফটোগ্রাফি প্রশিক্ষণ ইনস্টিটিউট পোর্ট্রেটের ৩৩ বছর পূর্তি উপলক্ষে সোমবার(১২সেপ্টেম্বর) চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে(২য় তলা) সন্ধ্যা সাড়ে ৬ টায় গাজী মাজাহারুল আনোয়ার স্মরনে এক বিশেষ সংগীতানুষ্ঠান এর আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায়  বিএনএর সম্পাদক, পোর্টল্যান্ড এর কর্নধার,ফেনী জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান মজুমদার এ সব কথা বলেন।

অনুষ্টানের উদ্বোধনী বক্তব্যে তিনি আরও বলেন, “জয় বাংলা বাংলার জয়” এর মত কালজয়ী গান লিখে গাজী মাজহারুল আনোয়ার বাংলার মানুষের কাছে হাজার বছর বেঁচে থাকবেন।তিনি শুধু এদেশ নয়, সমস্ত বাংলা ভাষার মানুষের জন্য অহংকার।

গাজী মাজাহারুল আনোয়ার স্মরনে এক বিশেষ সংগীতানুষ্ঠান
গাজী মাজাহারুল আনোয়ার স্মরনে সংগীতানুষ্ঠান

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, মহানগর আওয়ামী লীগ নেতা কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনী,কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, কাউন্সিলর রুমকী সেন,ফটোগ্রাফার মওদুদুল আলম, ডিজাইনার রওশন আরা প্রমূখ। পোট্রের্ট প্রধান রূপম চক্রবর্তীর উপস্থাপনায় শিল্পীরা গাজী মাজহারুল আনোয়ার স্মরণে তার জনপ্রিয় সংগীতসমূহ পরিবেশন করেন।

বিএনএনিউজ২৪,জিএন

Loading


শিরোনাম বিএনএ