21 C
আবহাওয়া
১০:১৫ অপরাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » বাবুল আক্তারের মুক্তির দাবিতে ঝিনাইদহে মানববন্ধন

বাবুল আক্তারের মুক্তির দাবিতে ঝিনাইদহে মানববন্ধন

বাবুল আক্তারের মুক্তির দাবিতে ঝিনাইদহে মানববন্ধন

বিএনএ, ঝিনাইদহঃ সাবেক এসপি বাবুল আক্তারের মুক্তি ও মিতু হত্যার বিচার বিভাগীয় তদন্তের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার (১২ সেপ্টেম্বর) ঝিনাইদহের শৈলকুপা উপজেলার হাটফাজিলপুর বাজারে এ কর্মসূচির আয়োজন করে এলাকাবাসি।

এতে ব্যানার ফেস্টুন নিয়ে বাবুল আক্তারের পরিবারের সদস্য, প্রতিবেশী ও এলাকাবাসী অংশ নেয়। সেসময় বক্তব্য রাখেন, বাবুল আক্তারের পিতা আব্দুল ওয়াদুদ, স্থানীয় ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিন বিশ্বাস, কলেজ শিক্ষক হাবিবুর রহমান, শামীমুল ইসলাম শামীম প্রমূখ।

বক্তারা, সাবেক এসপি বাবুল আক্তারের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আটক করা হয়েছে উল্লেখ করে দ্রুত তার মুক্তির দাবি জানান। সেই সাথে মাহমুদা খানম মিতু হত্যার সুষ্ঠু তদন্তের জন্য বিচার বিভাগীয় তদন্ত দাবি করেন।

বিএনএ/আতিক, এমএফ

Loading


শিরোনাম বিএনএ