বিএনএ, রাজধানী: রাজধানীর রমনা এলাকা থেকে ১২০ বোতল ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা মিরপুর বিভাগ। তার নাম মো. রাজিব মিয়া।
সোমবার (১২ সেপ্টেম্বর) সকালে রমনা থানার ক্যাফে ডি-তাজ রেস্টুরেন্টের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।অভিযানে নেতৃত্ব দেওয়া গোয়েন্দা মিরপুর বিভাগের সহকারী পুলিশ কমিশনার মো. আশরাফুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রমনা থানার ক্যাফে ডি-তাজ রেস্টুরেন্টের সামনে ফেনসিডিলসহ একজন মাদক কারবারি অবস্থান করছে বলে সংবাদ পায়। ওই তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ১২০ বোতল ফেনসিডিলসহ রাজিবকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে জানা গেছে, গ্রেপ্তারকৃত রাজিব কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা হতে ফেনসিডিল সংগ্রহ করে ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় বিক্রি করত।গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে রমনা মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
বিএনএ/ আজিজুল, ওজি