20 C
আবহাওয়া
১:২০ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৩, ২০২৫
Bnanews24.com
Home » ময়মনসিংহে ৯ মাসের অন্তঃসত্ত্বা নারীর আত্মহত্যা

ময়মনসিংহে ৯ মাসের অন্তঃসত্ত্বা নারীর আত্মহত্যা


বিএনএ,ময়মনসিংহ: ময়মনসিংহের ফুলবাড়িয়ায় পারিবারিক কলহের জেরে শাহনাজ আক্তার শিপু (১৯) নামে ৯ মাসের অন্তসত্ত্বা এক নারী ফাঁসিতে ঝুঁলে আত্মহত্যা করেছেন।সোমবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯ টার দিকে উপজেলার কাহালগাঁও গ্রামে এই ঘটনা ঘটে। নিহত শাহনাজ আক্তার শিপু ওই এলাকার জাহিদ হাসানের স্ত্রী।

ফুলবাড়িয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হানিফ মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, সকালের দিকে জাহিদ মিয়ার সাথে স্ত্রী শাহনাজ আক্তার শিপুর সাথে কথা কাটাকাটি হয়। খবর পেয়ে শাহনাজ আক্তারের মা ঝগড়া মিটাতে তাদের বাড়িতে আসছিলেন। এদিকে, জাহিদ হাসানের পরিবারের লোকজন ঘরের বারান্দায় দাড়িয়ে কথা বলছিলেন। এসময় শাহনাজ আক্তার শিপু হঠাৎ ঘরের দরজা বন্ধ করে ভেতরে গিয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন। এমতাবস্থায় শাহনাজ আক্তারের মা বাড়িতে আসলে সবাই দরজা খোলার জন্য ডাকাডাকি করেন। তবে, অনেক ডাকাডাকি করলেও কোন সাড়া না পেয়ে ঘরের দরজা ভেঙে ঘরের  ঝুলন্ত মরদেহ দেখতে পায়। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে  মরদেহ উদ্ধার করে।

এসআই হানিফ মিয়া বলেন, ওই নারী যেহেতু ৯ মাসের অন্তসত্ত্বা ছিল। তাই, নারীর পেটের বাচ্চা জীবিত আছে কিনা জানতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছিল। তবে, কর্তব্যরত চিকিৎসক পেটের বাচ্চাটিকেও মৃত বলে জানায়।

নিহতের মরদেহ ময়নাতদন্ত করার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।

বিএনএ/ হামিমুর রহমান, ওজি

Loading


শিরোনাম বিএনএ