বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের কোতোয়ালী থানাধীন শহীদ সোহরাওয়ার্দী সড়কে অবস্থিত বাংলাদেশ ব্যাংকের সীমানা প্রাচীরে কাভার্ডভ্যানের ধাক্কায় ৬জন হকার ও পথচারী আহত হয়েছে। রোববার(১২সেপ্টেম্বর)বেলা১২ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
কাভার্ডভ্যানটি বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রামের আঞ্চলিক কার্যালয়ের ভিতরে ঘোরানোর সময় পেছন দিক থেকে সীমানা প্রাচীরে আঘাত হানে। ঘটনার পরপরই ফায়ার সার্ভিস কর্মীরা ও কোতোয়ালী থানা পুলিশ ঘটনাস্থলে হাজির হন।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দীন গণমাধ্যমকে জানান, ব্যাংক ভবনের সামনে একটি কাভার্ডভ্যান ঘোরানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে দেয়ালে ধাক্কা দেয়। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠানো হয়েছে।কাভার্ডভ্যান এর চালক ও কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে বলেও জানান ওসি।
আরো পড়ুন : কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের চালক নিহত, আরোহী আহত
চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, দুর্ঘটনায় আহত হয় ৫ জন। তাদের মধ্যে তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয় এবং দুজন হাসপাতালে ভর্তি রয়েছেন।
আরও পড়ুন : টাঙ্গাইলের সখীপুর উপজেলায় কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল চালকসহ নিহত ২
বিএনএনিউজ২৪ডটকম, জিএন