18 C
আবহাওয়া
১১:৪০ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৩, ২০২৫
Bnanews24.com
Home » প্রাণ ফিরেছে চট্টগ্রামের ৪ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে

প্রাণ ফিরেছে চট্টগ্রামের ৪ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে

শিক্ষা

বিএনএ চট্টগ্রাম: করোনা পরিস্থিতির কারণে দীর্ঘ ১৮ মাস বন্ধ থাকার পর আবারও প্রাণচাঞ্চল্যে মুখর হয়েছে সারা দেশের স্কুল-কলেজ। রোববার সকাল ৮টা থেকে হাজারো শিক্ষাথীর্র পদচারণায় মুখরিত হয়ে উঠেছে চট্টগ্রামের সাড়ে ৪ হাজার শিক্ষাপ্রতিষ্ঠান।

নগরীর বিভিন্ন স্কুল, কলেজ ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ঘুরে দেখা গেছে ছাত্র/ছাত্রীদের হাসিমুখ উপস্থিতি। দীর্ঘদিন পর নিজেদের প্রিয় ক্যাম্পাসে ফিরতে পেরে সকলের চেহারাতেই ছিলো হাসি আনেন্দের ঝলক।

চট্টগ্রাম জেলা শিক্ষা কর্মকর্তা এস এম জিয়াউল হায়দার জানান, করোনা প্রতিরোধের সকল সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেই চট্টগ্রামের সকল শিক্ষা প্রতিষ্ঠান আজ খুলেছে। ছাত্র/ছাত্রীদের ক্যাম্পাসে প্রবেশ থেকে শুরু করে শ্রেণিকক্ষে অবস্থান সর্বত্র স্বাস্থ্য বিধি নিশ্চিত করা হয়েছে।

সকালে চট্টগ্রাম বায়েজিদ থানার আওতাধীন চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটে গিয়ে দেখা যায়, সকাল ৮টা থেকেই ছাত্রছাত্রীরা স্বাস্থ্যবিধি মেনে ক্যাম্পাসে উপস্থিত হয়েছে। ইনস্টিটিউটের শিক্ষক কর্মকর্তারা ছাত্রছাত্রীদের স্বাগত জানানোর পাশাপাশি স্বাস্থ্য বিধির বিষয়টি কঠোরভাবে নিশ্চিত করছেন।স্কুলচট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের সিনিয়র শিক্ষক মাইনুল এইচ সিরাজী জানান, সকাল থেকেই পলিটেকনিক ক্যাম্পাস মুখরিত হয়ে উঠেছে ছাত্রছাত্রীদের উপস্থিতিতে। সকলের স্বাস্থ্যবিধি নিশ্চিত করেই ক্লাসে প্রবেশ করার সুযোগ দেওয়া হচ্ছে। ক্লাস রুমে সবাইকে প্রথমেই করোনা এবং স্বাস্থ্যবিধির ব্যাপারে ব্রিফিং করা হয়েছে।

পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার বিভাগের ছাত্র আহসান উল্লাহ জানান, প্রায় দেড় বছর পর ক্যাম্পাসে এসে অনেক ভালো লাগছে।

চট্টগ্রামের অক্সিজেন এলাকার রিডার্স স্কুল অ‌্যান্ড কলেজের শিক্ষিকা বাবলি আক্তার জানান, সকাল ৮টা থেকেই স্কুলে প্লে থেকে ১০ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের প্রথম শিফটের ক্লাস শুরু হয়েছে। সকাল ৮টার আগেই স্কুলে আগত ছাত্র/ছাত্রীদের তাপমাত্রা মেপে, হ্যান্ড স্যানিটাইজার দিয়ে সবাইকে জীবাণুমুক্ত করে স্কুলে প্রবেশের সুযোগ দেওয়া হয়। এছাড়া শতভাগ মাস্কের ব্যবহার নিশ্চিত করা হয়েছে। প্রথম দিনেই স্বাস্থ্যবিধি মেনে ছাত্রছাত্রীদের সরব ও হাসিমুখ উপস্থিতি রয়েছে।

চট্টগ্রাম বিভাগীয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা যায়, অধিদপ্তরের অধীনে চট্টগ্রাম বিভাগে ১১ হাজার ৫৭৬টি সরকারি বিদ্যালয় রয়েছে। এর মধ্যে চট্টগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা অফিসের অধীনে চট্টগ্রাম মহানগর ও উপজেলা মিলিয়ে ২ হাজার ২৬৯টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে চট্টগ্রামে। এসব বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা ১০ লাখ ৫ হাজার ৭২৯ জন।

অন্যদিকে, চট্টগ্রাম জেলা শিক্ষা অফিসের অধীনে ইবতেদায়ী মাদ্রাসা ও উচ্চ বিদ্যালয় ও অন্যান্য প্রতিষ্ঠান মিলিয়ে চট্টগ্রাম জেলায় ২ হাজার ১০০টি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এসব বিদ্যালয় রোববার সকাল ৮টা থেকে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে খুলে দেওয়া হয়েছে।

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ