25 C
আবহাওয়া
৫:০৫ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » অস্ট্রেলিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাইলট নিহত

অস্ট্রেলিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাইলট নিহত

coptor

বিশ্ব ডেস্ক: অস্ট্রেলিয়ায় হোটেলের ছাদে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে এক পাইলট নিহত হয়েছেন। উত্তর কুইন্সল্যান্ডের কেয়ারনস সিটির হিল্টন হোটেলে স্থানীয় সময় সোমবার রাত ১টা ৫০ মিনিটে এ ঘটনা ঘটে। এ সময় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায়। পরে হোটেলে অবস্থানকারীদের সরিয়ে নেওয়া হয়। খবর-বিবিসির

কুইন্সল্যান্ড পুলিশ বলছে, হেলিকপ্টারের পাইলট মারা গেছেন। সেখানে আর কেউ ছিল না।

হোটেলে থাকা ৪৫ বছরের এক পুরুষ এবং ৫৫ বছরের এক নারী আহত হয়েছেন। তবে তাদের অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে রাজ্যের অ্যাম্বুলেন্স পরিষেবা।

কেয়ার্নসের প্রধান এসপ্ল্যানেডের হোটেলের আমান্ডা কে বলেন, বৃষ্টি হওয়ায় চারদিকে অন্ধকার ছিল। আলো না জ্বালিয়ে একটি হেলিকপ্টার অনেক নিচু দিয়ে চলছিল। এক পর্যায়ে এটি গোল হয়ে বিল্ডিংয়ে আঘাত করে বিমানটি বিস্ফোরিত হয়েছে।

বিএনএনিউজ২৪/ এমএইচ/হাসনা

Loading


শিরোনাম বিএনএ