25 C
আবহাওয়া
৭:১৮ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » রাজধানীতে ময়লার স্তুপ থেকে ২ নবজাতকের মরদেহ উদ্ধার

রাজধানীতে ময়লার স্তুপ থেকে ২ নবজাতকের মরদেহ উদ্ধার


বিএনএ, ঢাকা: রাজধানীর আনন্দবাজার এলাকায় ময়লার স্তুপ থেকে একদিন বয়সের দু’টি ছেলে নবজাতকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ দু’টি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

শুক্রবার (১১ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে আনন্দবাজারের ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক আবাসিক ভবনের গেটের কাছের রাস্তা থেকে মৃতদেহ দু’টি উদ্ধার করে শাহবাগ থানা পুলিশ। থানার উপপরিদর্শক (এসআই) হারুন অর রশিদ সরদার এ তথ্য নিশ্চিত করেন।

এসআই হারুন অর রশিদ সরদার জানান, রাতে আমরা খবর পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় অমর একুশে হলের পাশে শিক্ষকদের আবাসিক ভবন গেট সংলগ্ন রাস্তা থেকে আমরা মরদেহ দুটি উদ্ধার করি। ঢাবির আনন্দবাজার এলাকার রাস্তায় ময়লার স্তূপে পুরাতন লুঙ্গি দিয়ে মোড়ানো অবস্থায় রাখা ছিল মরদেহ দুটি। দেখে ধারণা করা হচ্ছে, যমজ বাচ্চা। রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গাইনি বিভাগে যোগাযোগ করা হয়েছিল। তবে সেখানে কোনো যমজ ছেলে সন্তানের মৃত্যু হয়নি। তাই ধারণা করা হচ্ছে, বাইরে থেকে মৃত অবস্থায় ফেলে রেখে গেছে।

হারুনুর রশীদ আরও জানান, কারা নবজাতক দুটিকে ফেলে রেখে গেছে আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ দেখে তা শনাক্তের চেষ্টা চলছে।

বিএনএ/এমএফ/ হাসনাহেনা

Loading


শিরোনাম বিএনএ