22 C
আবহাওয়া
২:১৮ পূর্বাহ্ণ - নভেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » ফেনীতে বিএনপি- ছাত্রলীগ ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষ, আহত ২০

ফেনীতে বিএনপি- ছাত্রলীগ ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষ, আহত ২০

ফেনীতে বিএনপি- ছাত্রলীগ ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষ, আহত

বিএনএ, ফেনী : জ্বালানী তেলের মূল্য বৃদ্ধি, পরিবহণ খাতে ভাড়া বৃদ্ধি, সকল পণ্যের মূল্য বৃদ্ধি, অসহনীয় লোডশেড়িং ও ভোলায় বর্বোরচিত হত্যার প্রতিবাদে ফেনী জেলা বিএনপির উদ্যোগে শুক্রবার বিকেলে ফেনীতে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের ইসলামপুর রোডস্থ ফেনী জেলা বিএনপির কার্যালয় থেকে বের হয়ে শহরের ট্রাংক রোডে গেলে ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীরা হামলা করে।
বিএনপির নেতাকর্মীরাও পাল্টা হামলা করে। পুলিশ বিএনপি নেতাকর্মীদেরকে ধাওয়া করে। এতে ত্রিমুখী সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়। পুরো শহরে আতংক ছড়িয়ে পড়ে। এতে পথচারীও বেশ কয়েকজন রয়েছে বলে জানা গেছে । বিএনপি ও ছাত্রলীগ-যুবলীগ নেতাকর্মীরা মধ্যে ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।হামলার জন্য একে অপরকে দায়ী করেছে।
ফেনী মডেল থানার ওসি নিজাম উদ্দিন জানান,পুলিশ পরিস্থিতি শান্ত করতে দু’পক্ষই ধাওয়া করে। শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি শান্ত করতে ১৫ রাউন্ড গুলি বর্ষণ করে।

বিএনএ/ এবিএম নিজাম উদ্দিন, ওজি

Loading


শিরোনাম বিএনএ