বিএনএ, ঢাকা : বাংলাদেশে প্রথম বারের মতো ভ্যাট দিল ইকমার্স জায়ান্ট আমাজন। বৃহস্পতিবার ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেটে প্রতিষ্ঠানটি ৫৩ লাখ টাকা ভ্যাট জমা দিয়েছে। এর আগে গুগল, ফেসবুক ভ্যাট দেয়।
সোনালী ব্যাংকের মাধ্যমে ৫২ লাখ ৯৭ হাজার ৭৮০ টাকা ভ্যাটের টাকা জমা দিয়েছে আমাজন ওয়েব সার্ভিসেস ইনকরপোরেশন। প্রতিষ্ঠানটির পক্ষে ভ্যাট রিটার্ন জমা দিয়েছে প্রাইসওয়াটারহাউসকুপারস বাংলাদেশ।
২৩ মে গুগল ও ২৭ মে আমাজন ভ্যাট নিবন্ধন নেয়। আর ১ জুলাই মাইক্রোসফট ভ্যাট নিবন্ধন নেয়। অনাবাসী প্রতিষ্ঠান হিসেবে এসব বৈশ্বিক জায়ান্ট প্রতিষ্ঠানগুলো রিটার্ন দিয়ে ভ্যাট দেওয়া শুরু করল।
বিএনএনিউজ/এইচ.এম।