25 C
আবহাওয়া
২:১১ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » সাত দিনের লকডাউনে অস্ট্রেলিয়ার ক্যানবেরা

সাত দিনের লকডাউনে অস্ট্রেলিয়ার ক্যানবেরা

সাত দিনের লকডাউনে অস্ট্রেলিয়ার ক্যানবেরা

বিএনএ, স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় বৃহস্পতিবার থেকে সাত দিনের লকডাউন পালনের নির্দেশ দেয়া হয়েছে। রাজধানীতে কোভিড-১৯ রোগী শনাক্ত হওয়ায় এ নির্দেশ দিলো দেশটির সরকার। এর আগে নগরীতে লকডাউনের বিধিনিষেধ পালন অনেক ক্ষেত্রেই এড়িয়ে চলা হয়েছে। খবর এএফপি’র।

অস্ট্রেলিয়ার রাজনৈতিক কেন্দ্রস্থল ক্যানবেরার প্রায় চার লাখ মানুষ স্থানীয় সময় বিকেল পাঁচটা থেকে বাড়িতে অবস্থান করার বিধিনিষেধ প্রতিপালন করবেন। অস্ট্রেলিয়ার দক্ষিণ পূর্বাঞ্চলের আরো লাখ লাখ মানুষ ভাইরাসজনিত লকডাউনের কারণে ইতোমধ্যে তাদের বাসা-বাড়িতে অবস্থান করছেন।

অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরি প্রধান এন্ড্রু বার বলেছেন, মহামারী করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর থেকে চলতি বছর এ টেরিটরিতে আমরা এখন চরম স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলা করছি।

২০২০ সালে মহামারী ছড়িয়ে পড়ার প্রথম দিকে দেশব্যাপী শাটডাউন ঘোষণা করা হলেও ক্যানবেরাকে এর আওতামুক্ত রাখা হয়েছিল।

এদিকে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে না আসায় অস্ট্রেলিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর মেলবোর্নে বুধবার লকডাউনের সময় আরো এক সপ্তাহ বাড়ানো হয়েছে। করোনার ডেল্টা ধরণের কারনে সংক্রমণ বাড়তে থাকায় মেলবোর্নে গত বৃহস্পতিবার ষষ্ঠবারের মতো লকডাউন জারি করা হয়।

ভিক্টোরিয়া রাজ্যের প্রধানমন্ত্রী ড্যানিয়েল এন্ড্রুজ নতুন করে আরো ২০ জন আক্রান্তের খবর জানিয়ে অন্তত ১৯ আগস্ট পর্যন্ত লকডাউনের সময় বাড়ানোর ঘোষণা দেন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ