27 C
আবহাওয়া
৬:৩৮ পূর্বাহ্ণ - জুলাই ১৬, ২০২৫
Bnanews24.com
Home » দাখিল নবম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সময় বাড়লো

দাখিল নবম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সময় বাড়লো


বিএনএ, ঢাকা : বিভিন্ন মাদরাসায় অধ্যয়নরত শিক্ষার্থীদের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে দাখিল নবম পরীক্ষা-২০২৬ রেজিস্ট্রেশন থেকে বাদ পড়া শিক্ষার্থীদের অনলাইনে রেজিস্ট্রেশনের সময় বাড়লো। আগামী ১১ আগস্ট পর্যন্ত বিলম্ব ফিসহ রেজিস্ট্রেশনের টাকা জমা দেয়া যাবে।

মাদরাসা শিক্ষা বোর্ডের রেজিস্টার প্রফেসর ছালেহ আহমাদের স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে অধ্যয়নরত শিক্ষার্থীদের দাখিল ৯ম শ্রেণির (পরীক্ষা-২০২৬) রেজিস্ট্রেশন হতে বাদ পড়া শিক্ষার্থীদের মাদরাসার মাধ্যমে অনলাইন রেজিস্ট্রেশনের সময় বাড়ানো হয়েছে। সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে ফি পরিশোধের সময় ১৩ জুলাই থেকে ১১ আগস্ট পর্যন্ত বিলম্ব ফিসহ রেজিস্ট্রেশনের টাকা জমা দেয়া যাবে। ১৩ আগস্ট পর্যন্ত ই-এসআইএফ পূরণ করে তথ্য এন্ট্রি করতে পারবেন শিক্ষার্থীরা।

পূর্বে এন্ট্রিকৃত শিক্ষার্থীর কোনো তথ্য এডিট বা ডিলিট করার সুযোগ থাকবে না।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ