28 C
আবহাওয়া
৮:২৪ অপরাহ্ণ - জুলাই ১৭, ২০২৫
Bnanews24.com
Home » এসএসসি ২০২৫: মানবিকে বোর্ডে সেরা সামিয়া

এসএসসি ২০২৫: মানবিকে বোর্ডে সেরা সামিয়া


বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় মানবিক বিভাগে প্রথম স্থান অর্জন করেছে চট্টগ্রাম নগরের বন্দর থানার ছাত্রী সামিয়া হোসাইন সিমিম। বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ, চট্টগ্রামের এই শিক্ষার্থী ১ হাজার ৩০০ নম্বরের পরীক্ষায় ১ হাজার ২২৮ নম্বর পেয়ে চট্টগ্রাম বোর্ডে মানবিক বিভাগে শীর্ষস্থান অর্জন করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে।

সিমিমের বাড়ি নগরীর ৩৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মধ্যম হালিশহর এলাকায়। তার বাবা মোহাম্মদ হোসাইন একজন ব্যবসায়ী এবং মা নাসিমা আক্তার গৃহিণী। সন্তানের এমন অভাবনীয় সাফল্যে উচ্ছ্বসিত তার পরিবার।

শুধু পরিবার নয়, সামিয়ার কৃতিত্বে আনন্দ ছড়িয়ে পড়েছে সহপাঠী, আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের মাঝেও। ফলাফল প্রকাশের পর প্রতিক্রিয়া জানাতে গিয়ে সামিয়া হোসাইন সিমিম বলেন,
“চট্টগ্রাম বোর্ডে আমি প্রথম হবো—এটা কখনো কল্পনা করিনি। এটা আমার জীবনের অন্যতম বড় প্রাপ্তি। আমার মা-বাবা সবসময় পাশে ছিলেন। আর সবকিছুর জন্য মহান আল্লাহর কাছে কৃতজ্ঞ।”

ভবিষ্যতে একজন বিচারক হওয়ার স্বপ্ন দেখে সিমিম। তার ভাষায়,”অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং সবার জন্য ন্যায়ের নিশ্চয়তা দেওয়া—এই আদর্শ নিয়েই আমি সামনে এগিয়ে যেতে চাই।”

সামিয়ার শ্রেণিশিক্ষিকা তাসলিমা ইসরাত হোসাইন বলেন,”সে ছিল অসম্ভব মনোযোগী ও আত্মবিশ্বাসী। তার সাফল্যে আমরা গর্বিত।”

চট্টগ্রাম শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এবারের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে পাসের হার ৯২.৫৭ শতাংশ, ব্যবসায় শিক্ষা বিভাগে ৭৩.৫৪ শতাংশ এবং মানবিক বিভাগে ৫৫.০২ শতাংশ। মোট জিপিএ-৫ পেয়েছে ১১ হাজার ৮৪৩ জন শিক্ষার্থী, যার মধ্যে ১০ হাজার ৪৫৮ জন বিজ্ঞান বিভাগে, ১ হাজার ২৪৭ জন ব্যবসায় শিক্ষায় এবং মানবিক বিভাগে মাত্র ১৩৮ জন।

এই প্রতিযোগিতামূলক প্রেক্ষাপটেই সামিয়া সিমিম তার মেধা, পরিশ্রম ও আত্মবিশ্বাসের মাধ্যমে বোর্ডে শীর্ষস্থান দখল করেছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ