21 C
আবহাওয়া
৭:০৮ পূর্বাহ্ণ - নভেম্বর ২৩, ২০২৪
Bnanews24.com
Home » কেএনএফের আরও ৫ সদস্য গ্রেপ্তার

কেএনএফের আরও ৫ সদস্য গ্রেপ্তার


বিএনএ, বান্দরবান: বান্দরবানের রুমায় ব্যাংক ডাকাতি ও অস্ত্র লুটের ঘটনায় কেএনএফের আরও পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। বৃহস্পতিবার রুমা সদরে যৌথবাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

শুক্রবার (১২ জুলাই) বিকেলে আসামিদের কঠোর পুলিশি পাহারায় রুমা সদর থেকে বান্দরবান চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নেয়া হয়। পরে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল হোছাইন।

গ্রেপ্তাররা হলেন- রাম সাং লিয়ান বম (২৫), লালহিম সাং বম (৩৭), লালচন সাং বম (৪৮), লাল পিয়ান সাং বম (৩৬), লাল সিয়াম থাং বম (৩৮)। আসামিরা সবাই রুমা উপজেলা সদরের ৩ নম্বর ওয়ার্ডের লাইরুনপি পাড়ার বাসিন্দা।

বিষয়টির নিশ্চিত করে বান্দরবান চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পুলিশের উপ-পরিদর্শক (এসআই) প্রিয়েল পালিত জানান, কেএনএফের আরও পাঁচ সহযোগীকে আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, গত ২ এপ্রিল রাতে বান্দরবানে সোনালী ব্যাংকের রুমা শাখায় হামলা ও ম্যানেজারকে অপহরণ, পুলিশ-আনসারের অস্ত্র লুট এবং ৩ এপ্রিল দুপুরে থানচি উপজেলার সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংকে ডাকাতি, হামলা ও টাকা লুটের ঘটনা ঘটে। এসব ঘটনার পর রুমা থানায় ১৩টি, থানচি থানায় চারটি, বান্দরবান সদর থানায় একটি এবং রোয়াংছড়ি থানায় ৩টিসহ মোট ২২টি মামলা হয়।

এদিকে এই ঘটনার পর বান্দরবানের রুমা, থানচি আর রোয়াংছড়িতে চলমান যৌথবাহিনীর অভিযানে এই পর্যন্ত কেএনএফের ১১৬ জন সদস্য ও সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে।

বিএনএ/এমএফ/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ