16 C
আবহাওয়া
৩:৪৪ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৪, ২০২৫
Bnanews24.com
Home » নেপালে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৬

নেপালে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৬

হেলিকপ্টার

বিশ্ব ডেস্ক: নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরের মুখপাত্র জানিয়েছেন, হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ছয় আরোহীর সবাই নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ১০টা ৫ মিনিটে সোলুখাম্বু জেলা থেকে রাজধানীর উদ্দেশে রওনা দেওয়ার ১০ মিনিট পরই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় হেলিকপ্টারটির। খবর: সিএনএন’র।

পরে পুলিশ সোলুখাম্বু জেলার মফস্বল শহর লিখুপাইকে হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ পায়। পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বতমালা এভারেস্ট এই জেলায় অবস্থিত।

আরোহী ছয়জনেরই মরদেহ উদ্ধার করা হয়। নেপালি পাইলট এবং মেক্সিকোর পাঁচজন ছিলেন। তবে হেলিকপ্টার বিধ্বস্তের কারণ জানা যায়নি।

‘দ্য মানাং এয়ার’ কোম্পানি হেলিকপ্টারে করে যাত্রীদেরকে এভারেস্টসহ নেপালের পর্বতের চূড়া দর্শনের সুযোগ করে দেয়।

নেপালের আব্হাওয়া ও ভৌগলিক ধরনের কারণে দেশটিতে উড়োজাহাজ দুর্ঘটনা বেশি ঘটে থাকে। এ বছরের জানুয়ারিতে পোখারার কাছে একটি উড়োজাহাজ বিধ্বস্ত হলে ৬৮ জন নিহত হয়।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ