বিএনএ, ঢাকা : ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৭৩ জন নতুন রোগী ভর্তি হয়েছে। এ নিয়ে চলতি বছর মোট ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৪৭৭ জনে।
মঙ্গলবার (১২ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) আরও ৭৩ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে ১৪১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে ৩৪ জন ঢাকার বাইরে চিকিৎসাধীন। এ পর্যন্ত মোট এক হাজার ৩৩৫ জন রোগী হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন এবং চলতি বছরে ডেঙ্গুতে একজন মারা গেছেন।
এ বছর সিটি করপোরেশনকে ডেঙ্গু ভাইরাসের বড় ধরনের প্রাদুর্ভাবের বিষয়ে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।
বিএনএনিউজ/এইচ.এম।