17 C
আবহাওয়া
১০:১৬ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রামে খালে নিখোঁজ দুই শিশুর মধ্যে একটির মরদেহ উদ্ধার

চট্টগ্রামে খালে নিখোঁজ দুই শিশুর মধ্যে একটির মরদেহ উদ্ধার

হাটহাজারীতে শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার

বিএনএ, চট্টগ্রাম: ১৫ ঘন্টার পর চট্টগ্রামের চাক্তাই খালে নিখোঁজ ২ শিশুর মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখনো পযর্ন্ত ওই দুই শিশুদের মধ্যে কারো পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

বুধবার (১২ জুন) সকালে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। এর আগে, গতকাল বিকেলে গোসলে নেমে নিখোঁজ হয় রাসেল ও তানভীর নামের দুই শিশু।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার বিকেলে জোয়ারের সময় স্লুইস গেটের বাইরে অংশে সাঁতার কাটছিল ওই দুই শিশু। হঠাৎ করেই জোয়ারের টানে জলকপাটের ভেতর তলিয়ে যায় দুই শিশু। তবে শিশু দুটির পরিচয় নিয়ে তৈরি হয়েছে বিভ্রান্তি। স্থানীয়রা শিশুগুলি  না চিনলেও, একই বয়সী অন্য একজন বলছে তারা মূলত পথশিশু।

ফায়ার সার্ভিস জানায়, গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে এই ঘটনা ঘটে। গতকাল তিন ঘণ্টা উদ্ধারকাজ চালানোর পর তা বন্ধ রাখা হয়। পরে আজ বুধবার ভোর থেকে ফের উদ্ধার কাজ শুরু হয়।

এক শিশুর মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম ফায়ার সার্ভিসের কর্মকর্তা জসীম উদ্দিন। তিনি বলেন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও পাঁচ জনের ডুবুরি দল শিশুদের উদ্ধারে অভিযান চলমান রয়েছে। আজ বুধবার ভোর ৬টার দিকে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়। তবে এখনও তার পরিচয় পাওয়া যায়নি।

বিএনএনিউজ/নাবিদ/এইচ.এম/ হাসনা

Loading


শিরোনাম বিএনএ