20 C
আবহাওয়া
১০:৩৩ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » নামিবিয়াকে হারিয়ে সুপার এইটে অস্ট্রেলিয়া

নামিবিয়াকে হারিয়ে সুপার এইটে অস্ট্রেলিয়া


বিএনএ, স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপে প্রথম তিন ম্যাচেই জয়ের দেখা পেয়েছে অস্ট্রেলিয়া। বুধবার (১২ জুন) নামিবিয়ার বিপক্ষে জয়ের মাধ্যমে সুপার এইট নিশ্চিত হয়েছে।

স্যার ভিভ রিচার্ডস ক্রিকেট স্টেডিয়ামে নামিবিয়াকে মাত্র ৭২ রানে গুটিয়ে দিয়ে পাওয়ার প্লেতেই ম্যাচ জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। এর আগে ওমান ও ইংল্যান্ডকেও বড় ব্যবধানে হারিয়েছিল অস্ট্রেলিয়া। টানা ৩ জয়ে ‘বি’ গ্রুপ থেকে সবার আগে সুপার এইট পর্বে পৌঁছে গেল তারা।

মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে অস্ট্রেলিয়ার হয়ে দুর্দান্ত ব্যাটিং শুরু করেন ডেভিড ওয়ার্নার। তবে ৮ বলে ২০ রান করে উইসের বলে আউট হন তিনি। কিন্তু আরেক ওপেনার ট্রাভিস হেড সেই ব্যাটিং তাণ্ডব বজায় রাখেন। ১৭ বলে ৩৪ রানে অপরাজিত থাকেন তিনি। আর তিনে নামা মার্শ ৯ বলে ১৮ রানে অপরাজিত থাকেন।

এর আগে জাম্পা-হ্যাজেলউডের বোলিং তাণ্ডবে মাত্র ৭২ রানেই অলআউট হয়ে যায় নামিবিয়া। টি-টোয়েন্টি বিশ্বকাপে যা নবম সর্বনিম্ন স্কোর। অস্ট্রেলিয়ার হয়ে সবচেয়ে সফল বোলার ছিলেন স্পিনার অ্যাডাম জাম্পা। ৪ ওভারে মাত্র ১২ রান খরচায় ৪ উইকেট নিয়েছেন এই লেগি। ম্যাচ সেরাও হয়েছেন তিনি। এছাড়াও দুইটি করে উইকেট পেয়েছেন হ্যাজেলউড ও স্টয়নিস। প্যাট কামিন্স ও এলিস পেয়েছেন একটি করে উইকেট।

সংক্ষিপ্ত স্কোর:

নামিবিয়া: ১৭ ওভারে ৭২ (ফন লিনগেন ১০, ডেভিন ২, ফ্রাইলিংক ১, এরাসমাস ৩৬, স্মিট ৩, গ্রিন ১, ভিসা ১, ট্রাম্পেলম্যান ৭, শুলজ ০, ব্র্যাসেল ২*; শিকঙ্গো ০; হেইজেলউড ৪-০-১৮-২, স্টয়নিস ৩-০-৯-২, কামিন্স ৩-১-১৬-১, জ্যাম্পা ৪-০-১২-৪, এলিস ৩-১-১২-১)

অস্ট্রেলিয়া: ৫.৪ ওভারে ৭৪/১ (ওয়ার্নার ২০, হেড ৩৪*, মার্শ ১৮*; ট্রাম্পেলম্যান ২-০-১৯-০, ভিসা ১-০-১৫-১, শিকঙ্গো ১-০-১৯-০, এরাসমাস ১-০-৬-০, ব্র্যাসেল ০.৪-০-১৪-০)

ফল: অস্ট্রেলিয়া ৯ উইকেটে জয়ী

ম্যান অব দা ম্যাচ: অ্যাডাম জ্যাম্পা

বিএনএনিউজ/এইচ.এম/ হাসনা

Loading


শিরোনাম বিএনএ
সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব ৩০ নভেম্বরের মধ্যেই জমা দিতে হবে সহ:প্র.শিক্ষকের ৯৫৭২ পদ সৃজনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল : সোমবার হাজির হচ্ছেন সাবেক ১০ মন্ত্রীসহ ১৪ জন ব্রিটিশ হাইকমিশনার সকাশে বিএনপির প্রতিনিধি দল আয়কর রিটার্ন দাখিলের সময় বেড়েছে জবাবদিহিমূলক ভূমি ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে--ভূমি উপদেষ্টা প্রয়োজনের চেয়ে একদিনও বেশি থাকতে চায় না অন্তর্বতী সরকার- উপদেষ্টা ফরিদা পাবর্ত্যবাসীকে মূল স্রোতধারায় সম্পৃক্ত করতে হবে-উপদেষ্টা সুপ্রদীপ চাকমা আলুর কেজি ৪০০ টাকা! সপ্তাহে চারদিন ২৪ ঘণ্টা খোলা থাকবে চট্টগ্রাম বিমানবন্দর