21 C
আবহাওয়া
১১:২২ অপরাহ্ণ - ডিসেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » মোদির মন্ত্রিসভায় কে এই চন্দ্রশেখর

মোদির মন্ত্রিসভায় কে এই চন্দ্রশেখর

শেখর

বিশ্ব ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্ত্রিসভায় কারা থাকছেন, তা নিয়ে রাজনৈতিক মহলে উৎসাহ কম ছিল না। রোববার (১০ জুন) সন্ধ্যায় মোদিসহ ৭২ জন সাংসদ রাষ্ট্রপতি ভবনে মন্ত্রী হিসেবে শপথ নেন। তাদের মধ্যে ৩০ জন পূর্ণমন্ত্রী। বাকিরা কেউ প্রতিমন্ত্রী, কেউ আবার স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। তাদের মধ্যে একজনকে নিয়ে আলোচনা শুরু হয়েছে। তিনি হলেন নতুন মন্ত্রিসভার ধনীতম সদস্য!

এ বারের নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি। এনডিএ ২৭২ জাদুসংখ্যা পার করলেও বিজেপি আটকে গিয়েছে ২৪০-এ। তাই নতুন সরকার গড়তে মোদি, শাহদের নির্ভর করতে হয়েছে এনডিএ-র শরিকদের ওপর। মন্ত্রিত্ব ভাগাভাগি নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে শরিক দলের নেতাদের মধ্যে।

এনডিএ-র অন্যতম শরিক দল অন্ধ্রপ্রদেশের তেলুগু দেশম পার্টি (টিডিপি)। এ বারের লোকসভা নির্বাচনে ১৬টি আসন পেয়েছে চন্দ্রবাবু নায়ডুর দল। টিডিপি সাংসদদের মধ্যে কারা মোদির মন্ত্রিসভায় ঠাঁই পেলেন, তা নিয়ে কৌতূহল দেখা দিয়েছিল রাজনৈতিক মহলে।

দেখা গেল, রোববার মন্ত্রী হিসেবে শপথ নেন অন্ধ্রপ্রদেশের টিডিপি-র দুই সাংসদ। একজন পূর্ণমন্ত্রী এবং একজন প্রতিমন্ত্রী। টিডিপি নেতা কে রামমোহন নায়ডু মন্ত্রী হয়েছেন তৃতীয় মোদি সরকারের মন্ত্রিসভায়। অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন তিনি।

কে রামমোহন ছাড়াও মোদির মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন চন্দ্রশেখর পেম্মাসানি। প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তিনি। তার পর থেকেই তাকে নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। চন্দ্রশেখরই মোদির নতুন মন্ত্রিসভার ধনীতম সদস্য।

অন্ধ্রপ্রদেশের গুন্টু লোকসভা কেন্দ্র থেকে এবার টিডিপি-র টিকিটে লড়েছিলেন চন্দ্রশেখর। তিনি প্রায় সাড়ে তিন লাখ ভোটে হারিয়েছেন জগন্মোহন রেড্ডির দল ওয়াইএসআরসিপি-র প্রার্থী কিলারি ভেঙ্কটা রোয়াইয়াকে।

গুন্টুরের বাসিন্দা চন্দ্রশেখর। সেখানকার বুরিপালেম গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। ৪৮ বছর বয়সি এই রাজনীতিবিদ পেশায় চিকিৎসক। ওসমানিয়া বিশ্ববিদ্যালয় থেকে এমবিবিএস পাস করেন চন্দ্রশেখর। তার পর বিদেশে পাড়ি দেন তিনি।

জন্স হপকিন্স ইউনিভার্সিটি এবং লিনাইল হাসপাতালে পাঁচ বছর প্র্যাকটিস করেছেন চন্দ্রশেখর। এ ছাড়াও ডাক্তারি পড়ুয়াদের পড়াতেন তিনি। পাশাপাশি অনলাইন লার্নিং প্ল্যাটফর্মও তৈরি করেছিলেন চন্দ্রশেখর। নাম ‘ইউ ওয়ার্ল্ড’। বর্তমানে সেই সংস্থার সিইও তিনি।

বিএনএনিউজ২৪/ এমএইচ/ হাসনা

Loading


শিরোনাম বিএনএ