বিএনএ, সাভার: ঢাকার ধামরাই উপজেলার কালামপুর বাজার বনিক সমিতির নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে বিএনপির সমর্থিত আনারস প্রতীকে মো. আব্দুল হালিম (কন্ঠু) ৩৪০ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দেওয়ান মোসলেম উদ্দিন মুসা। হালকা বৃষ্টির মধ্যেও ভোটারদের প্রায় শতভাগ ভোটারদের উপস্থিতিতে সভাপতি পদ নিয়ে আওয়ামী লীগ ও বিএনপির হাড্ডাহাড্ডি লড়াই হয়।
সোমবার (১২ জুন) উপজেলার কালামপুর বাজার বনিক সমিতির অফিসে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে এ ভোটগ্রহণ চলে বিকাল চারটা পর্যন্ত।
আনারস প্রতীকে মো. আব্দুল হালিম (কন্ঠু) ৫৯৪ ভোট ও প্রতিদ্বন্দ্বী প্রার্থী রবিউল করিম চেয়ার প্রতীকে পায় ২৫৪ ভোট। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন মোসলেম উদ্দিন মুসা। কালামপুর বাজার বনিক সমিতির নির্বাচনে সভাপতি সাধারণ সম্পাদক সহ ৯টি পদে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে। বনিক সমিতে মোট ভোটার রয়েছে ৮৮০জন। কাস্ট হয়েছে ৮৫৯ ভোট।
জানা যায়, কালামপুর বাজার বনিক সমিতির নির্বাচনে আনারস প্রতীকে সভাপতি পদে মো. আব্দুল হালিম (কন্ঠু) কে বিএনপি সমর্থন দিয়েছেন। অপরদিকে চেয়ার প্রতীকে প্রতিদ্বন্দ্বী সভাপতি প্রার্থী মো. রবিউল করিম আওয়ামী লীগের নেতা হওয়ায় ধামরাই উপজেলার আওয়ামী লীগ নেতাদের সাপোর্ট পেয়েছেন। তবে বিএনপি ও আওয়ামী লীগের মাঝে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
এদিকে দলীয় প্রার্থীদের বিজয়ী দেখতে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন।
বিজিত সভাপতি প্রার্থী রবিউল করিম বলেন, আমাকে দুই চেয়ারম্যান ও বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে লড়তে হয়েছে। আমি একা নির্বাচন করেছি। আমাকে চারদিক থেকে ফেল করানো হয়েছে। ধামরাইয়ের বিএনপির সকল নেতাকর্মীরা এসেছিলো আমাকে হারানোর জন্য।
প্রিজাইডিং অফিসার উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস এম হাসান বলেন, কালামপুর বাজার বনিক সমিতির নির্বাচনে সকাল ৮ টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিরতিহীন ভাবে বিকাল চারটা পর্যন্ত ভোট গ্রহণ চলে। সভাপতি সাধারণ সম্পাদক সহ ৯টি পদে ১৬জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। নির্বাচনে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সুষ্ঠুভাবে ভোট গ্রহণ হয়ে আনারস প্রতীকে বিজয়ী হয়েছেন মো. আব্দুল হালিম (কন্ঠু)।
বিএনএ/ইমরান, এমএফ