24 C
আবহাওয়া
৮:৫৬ অপরাহ্ণ - নভেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » রোহিঙ্গা ক্যাম্পে সিক্স মার্ডার মামলার আসামি আটক

রোহিঙ্গা ক্যাম্পে সিক্স মার্ডার মামলার আসামি আটক


বিএনএ, কক্সবাজার: কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে ‘সিক্স মার্ডার’ মামলার পলাতক আসামী সাব্বির আহমেদ ওরফে লালু (৩০) কে গ্রেপ্তার করেছে এপিবিএন পুলিশ। সে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী ‘আরসা’র শীর্ষ সন্ত্রাসী। রোববার (১১ জুন) বিকাল সাড়ে পাঁচটার দিকে উখিয়ার ক্যাম্প-১৮ ব্লক এম/১৯ এর সামনে থেকে তাকে আটক করা হয়।

আসামী সাব্বির আহমেদ ওরফে লালু (৩০) উখিয়ার ব্লক-ই এর ১২-নম্বর ক্যাম্পের আব্দুল মোতালেবের ছেলে। সোমবার (১২ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ৮ -এপিবিএনের সহকারী পুলিশ সুপার মো. ফারুক আহমেদ।

ফারুক আহমেদ জানান, ময়নারঘোনা রোহিঙ্গা ক্যাম্প-১৮ এর ব্লকের সামনে ‘সিক্স মার্ডার’ মামলার পলাতক এক আসামি অবস্থান করছেন বলে খবর আসে। পরে এপিবিএন সদস্যরা সেখানে অভিযান চালায়। এসময় পালানোর চেষ্টা করলে লালুকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে একটি ওয়াকিটকি সেট উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, লালু বিভিন্ন হত্যাকাণ্ডের সাথে জড়িত বলে স্বীকার করেন। তার বিরুদ্ধে উখিয়া থানায় ছয়টি হত্যা, অস্ত্রসহ ও অন্যান্য মামলা রয়েছে। আটকের পর তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা৷

বিএনএ/ শাহীন, ওজি

Loading


শিরোনাম বিএনএ