22 C
আবহাওয়া
২:০১ অপরাহ্ণ - জানুয়ারি ১০, ২০২৫
Bnanews24.com
Home » বরিশালে ফয়জুল করীমের গাড়িতে হামলা

বরিশালে ফয়জুল করীমের গাড়িতে হামলা


বিএনএ, বরিশাল: ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা মার্কার মেয়র প্রার্থী মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমের গাড়ি ভাঙচুর ও তার সাথে থাকা লোকজনের ওপর হামলার অভিযোগ উঠেছে নৌকার কর্মীর বিরুদ্ধে । এছাড়া আটটি কেন্দ্রে অনিয়মের অভিযোগ তুলেছেন হাতপাখা মার্কার প্রার্থী ফয়জুল করিম।

সোমবার(১২ জুন) বেলা বারোটার দিকে তিনি এ সব অভিযোগ করেন।

জানা যায়, ২ নম্বর ওয়ার্ডের কাদের চৌধুরী সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে হাতপাখার কর্মীদের মারধরের অভিযোগের খবর পেয়ে প্রার্থী মুফতী সৈয়দ ফয়জুল করীম সেখানে উপস্থিত হলে তার গাড়ি ভাঙচুর করে সাথে থাকা লোকজনের ওপর হামলা চালায় নৌকার কর্মীরা।

মেয়র প্রার্থীর মিডিয়া সমন্বয়ক সানাউল্লাহ বলেন,  ওই কেন্দ্রে ইসলামী আন্দোলন প্রার্থীদের ওপর হামলা করেছে আওয়ামী লীগের সমর্থকরা। খবর পেয়ে মুফতি ফয়জুল করীম ঘটনাস্থলে উপস্থিত হলে কেন্দ্রের বাইরে তার গাড়ি ও সঙ্গে থাকা লোকজনের ওপর হামলা চালায় নৌকার কর্মীরা

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান মুকুল বলেন, ইসলামী আন্দোলনের সমর্থক ও আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে কিছু বাকবিতণ্ডার ঘটনা ঘটেছে। পরে ঘটনাস্থলে উপস্থিত পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিএনএ/ ওজি

 

Loading


শিরোনাম বিএনএ