20.7 C
আবহাওয়া
৭:৩৮ পূর্বাহ্ণ - নভেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » জলবায়ু কর্মী গ্রেটা থানবার্গ গ্রেফতার যে কারণে

জলবায়ু কর্মী গ্রেটা থানবার্গ গ্রেফতার যে কারণে

গ্রেটা থানবার্গ

বিশ্ব ডেস্ক: দক্ষিণ সুইডিশ শহর মালমোতে ইউরোভিশন ফাইনালের(Eurovision Song Contest in 2024) ভেন্যুর কাছে ফিলিস্তিনপন্থী বিক্ষোভে অংশ নেয়ায় জলবায়ু কর্মী গ্রেটা থানবার্গ গ্রেফতার করেছে সুইডিশ পুলিশ। খবর আল জাজিরার।

চলতি সপ্তাহের শুরুতে ইউরোভিশন সেমিফাইনালের আগে মালমোতে ১০ হাজারের বেশি লোক ফিলিস্তিনপন্থী বিক্ষোভ করেছিলেন।

পুলিশ দ্বারা ঘিরে থাকা অবস্থায় ফিলিস্তিনিপন্থী বিক্ষোভকারীদের একটি গ্রুপের মধ্যে, থানবার্গকে চিৎকার করে হাঁটতে দেখা গেছে, “এটি একটি গণহত্যা”, ।

খবরে বলা হয়, গ্রেটা থানবার্গ ইউরোভিশন গানের প্রতিযোগিতায় ইসরায়েলের অংশগ্রহণের বিরুদ্ধে একটি বিক্ষোভের সময় গ্রেপ্তার হন।

ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের কারণে রাশিয়া নিষিদ্ধ হয়েছিল এই প্রতিযোগিতায় অংশ নিতে। কিন্ত গাজায় গণহত্যায় অভিযুক্ত ইসরায়েলের একজন প্রতিযোগিকে কেন ইউরোভিশন সং প্রতিযোগিতায় অংশ নিতে সুযোগ দেয়া হল তার প্রতিবাদে ক্ষুব্ধ লোকেরা মালমো শহরে এই বিক্ষোভে অংশ নিয়েছে।

পুলিশ বেশিরভাগ বিক্ষোভের অনুমতি দিয়েছে  এবং পুলিশ তাদের সুশৃঙ্খল রাখতে সক্ষম হয়েছে।

বেশ কয়েকজন বিক্ষোভকারী হঠাৎ করেই ইউরোভিশন ভেন্যুর বাইরে ফিলিস্তিনি পতাকা নিয়ে যখন বিক্ষোভ শুরু করলে পুলিশ তাদের গ্রেফতার করে এবং জোর করে সরিয়ে দেয়।

এসজিএন

Loading


শিরোনাম বিএনএ