22 C
আবহাওয়া
৩:৩৯ পূর্বাহ্ণ - নভেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলিতে আরও একজনের মৃত্যু

রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলিতে আরও একজনের মৃত্যু

ক্যাম্পে দুর্বৃত্তের গুলিতে রোহিঙ্গা নেতা নিহত

বিএনএ, কক্সবাজার : কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আরসা ও আরএসও সন্ত্রাসী গ্রুপের গোলাগুলিতে আরও এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (১২ মে) বিকালে উখিয়ার পালংখালি জামতলি ক্যাম্প-১৫ এর ব্লক জি/৪ এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম শুক্কুর রহমান (২২)।সে উখিয়ার পালংখালি জামতলি ক্যাম্প-১৫ এর ব্লক জি/৪ এর ফয়জুল করিমের ছেলে। তিনি আরএসওর সদস্য বলে প্রচার রয়েছে।

স্থানীয় রোহিঙ্গারা জানান, বিকেল ৪টার দিকে উখিয়ার ১৫ নম্বর ক্যাম্প জামতলি ব্লক ই/৩ তে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আরসা ও আরএসও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি শুরু হয়। একপর্যায়ে শুক্কুর রহমান গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হন।

উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী   বলেন, রোহিঙ্গা ক্যাম্পে দুই পক্ষের গোলাগুলিতে একজন রোহিঙ্গা  নিহত হয়েছে। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বিএনএনিউজ/শাহিন/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ