বিএনএ, রাঙামাটি : মেরামতের তিন দিন না কাটতেই আবারো ভাঙল রাঙামাটির বাঘাইছড়ি কাচালং সেতুর পাটাতন। শুক্রবার (১২ মে) একটি ইট বোঝাই ট্রাক উঠলে সেতুটি ভেঙে যায়।
স্থানীয়রা জানান, সীমান্ত সড়কের জন্য ইট নিয়ে নিয়ে আসা একটি ট্রাক সেতুতে উঠার পরপরই পাটাতন ভেঙে নিচে পড়ে যায়। হতাহতের কোন ঘটনা না ঘটলেও যানবাহন চলাচল বন্ধ রয়েছে। তবে নতুন সেতুর একপাশ খুলে দেওয়া হয়েছে চলাচলের জন্য।
জানা যায়, গত সোমবার (৮ মে) একটি পাথর বোঝাই ট্রাকে সেতুটি ভেঙে যায়। এতে সারাদেশের সাথে বাঘাইছড়ির যোগাযোগ বন্ধ হয়ে যায়।মেরামতের তিন দিন না কাটতেই আবারো ভেঙে বাঘাইছড়ি কাচালং সেতু।
খাগড়াছড়ি সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশী মাকসুদুর রহমান জানান, সেতু মেরামতের কাজ শুরু করেছি। তাছাড়া নতুন সেতুর কাজ প্রায় শেষ হয়েছে সংযোগ সড়কের কাজ কিছু বাকি রয়েছে। সেগুলো দ্রুত সম্পন্ন করা হচ্ছে।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার বিষয়টি নিশ্চিত করে বলেন, মানুষের চলাচলে যেন দুর্ভোগ না হয়, ছোট যান চলাচলের জন্য নতুন সেতুর এক পাশ খুলে দেয়া হয়েছে এবং সংযোগ সড়কের কাজ দ্রুত শেষ করার জন্য বলা হয়েছে।
উল্লেখ্য যে, পুরাতন সেতু মেয়াদ উত্তীর্ণ হওয়ায় ২০১৬ সালের ১১ জানুয়ারি ১১ কোটি ৩৫ লাখ টাকা ব্যয়ে নতুন সেতুর কাজ করছে সড়ক ও জনপদ বিভাগ। কিন্তু ২০১৯ সালের জানুয়ারিতে কাজ বুঝিয়ে দেয়ার কথা থাকলেও ৭ বছরে শেষ হয় নি সেতুর কাজ। তাই ঝুঁকিপূর্ণ পুরাতন সেতু দিয়ে যান চলাচল করতে হয় বলে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেন।
বিএনএনিউজ/কাইমুল ইসলাম ছোটন/এইচ.এম।