17 C
আবহাওয়া
৭:১৮ পূর্বাহ্ণ - জানুয়ারি ২২, ২০২৫
Bnanews24.com
Home » গাইবান্ধায় অগ্নিকাণ্ডে ১৪ ঘর ভস্মীভূত

গাইবান্ধায় অগ্নিকাণ্ডে ১৪ ঘর ভস্মীভূত

গাইবান্ধায় অগ্নিকাণ্ডে ১৪ ঘর ভস্মীভূত

বিএনএ, গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে অগ্নিকাণ্ডে ১০ পরিবারের ১৪টি ঘর ও আসবাবপত্র পুড়ে গেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার গুমানিগঞ্জ ইউনিয়নের বিলভর্তি গ্রামে এ অগ্নিকাণ্ড ঘটে।

স্থানীয়রা জানান, ওই গ্রামের ধলু আকন্দের বাড়ি থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুনের লেলিহান চারিদিকে ছড়িয়ে পড়ে। এতে ধলু আকন্দ ও পাশের নয়টি পরিবারের ১৪টি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এলাকাবাসী জানান, অগ্নিকাণ্ডে জাফুরুল ইসলাম, জাহিদুল আকন্দ, ফরিদুল ইসলাম, নয়জুল ইসলাম ও খিজির আলীসহ ১০টি পরিবারের ১৪টি বসতবাড়ির আসবাবপত্র, নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের ইউনিট ইনচার্জ আরিফ আনোয়ার বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতির পরিমাণ নিরূপণ করা যায়নি। তবে স্থানীয়দের দাবি, প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ