বিএনএ, বিশ্বডেস্ক : গাজায় চালানো ইসরায়েলি হামলায় গত ৩ দিনে নিহতের সংখ্যা বেড়ে ৩০ এ দাঁড়িয়েছে।
আহত হয়েছে ৯০ জনেরও বেশি। গত মঙ্গলবার থেকে এই হামলা শুরু করে দখলদার বাহিনী। বৃহস্পতিবার (১১ মে) রাতে ফিলিস্তিনির স্বাস্থ্যমন্ত্রী এ তথ্য নিশ্চিত করেন।
আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে ইসলামিক জিহাদের এক কমান্ডার ও তার ডেপুটিসহ ছয় শিশু এবং তিন নারী রয়েছে।
একটি বিমান ঘাঁটি পরিদর্শনের সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ‘আক্রমণাত্মক কিংবা রক্ষণাত্মক… উভয় ধরনের হামলার জন্য আমরা প্রস্তুত আছি। যেই আমাদের ক্ষতি করতে আসে – তার রক্ত আমরা চুষে নেই’।
মিসর বলছে, তারা একটি যুদ্ধবিরতি কার্যকর করার চেষ্টা করছে। তবে এখন পর্যন্ত সেই প্রচেষ্টা নিষ্ফল প্রমাণিত হয়েছে।
মিসরের পররাষ্ট্রমন্ত্রী সামেহ শউকরি সাংবাদিকদের বলেছেন, ‘রাজনৈতিক প্রক্রিয়া পুনরায় শুরু করার জন্য মিসরের প্রচেষ্টা এখনও ফলপ্রসূ হয়নি’।
বিএনএ/ ওজি