22 C
আবহাওয়া
১২:৫৯ পূর্বাহ্ণ - নভেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » পাল্টা-আক্রমণ চালাতে ইউক্রেনের আরও সময় দরকার : জেলেনস্কি

পাল্টা-আক্রমণ চালাতে ইউক্রেনের আরও সময় দরকার : জেলেনস্কি

জেলেনস্কি

বিএনএ, বিশ্বডেস্ক : রুশ বাহিনীর ওপর পাল্টা-আক্রমণ শুরু করার জন্য আরো কিছু সময়ের প্রয়োজন বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। কারণ হিসেবে উল্লেখ করেছেন, তারা এখনও প্রতিশ্রুত সামরিক সাহায্যের জন্যে অপেক্ষা করছেন।

ধারণা করা হচ্ছে ইউক্রেনের সামরিক বাহিনী রাশিয়ার ওপর পাল্টা-আক্রমণ শুরু করলে রণক্ষেত্রের ফ্রন্টলাইন বদলে যাবে যা গত কয়েক মাস ধরে অপরিবর্তিত রয়েছে।

যুদ্ধের জয়-পরাজয় নির্ধারণেও ইউক্রেনের এই আক্রমণ বড় ধরনের ভূমিকা রাখতে পারে বলে মনে করা হচ্ছে।

ইউক্রেনের জন্যেও তা হবে কঠিন এক পরীক্ষা। কারণ এর মধ্য দিয়েই প্রমাণ হবে কিয়েভ পশ্চিমা দেশের কাছ থেকে যেসব অস্ত্র ও সামরিক সরঞ্জামাদির জন্য অপেক্ষা করছে রণক্ষেত্রে জয়লাভের জন্যে সেগুলো কতোটা কাজ করবে।

কিয়েভের সদরদপ্তরে প্রেসিডেন্ট জেলেনস্কি তার যোদ্ধা বাহিনীকে পাল্টা-আক্রমণের জন্য “প্রস্তুত” বলে উল্লেখ করেছেন। তবে বলেছেন, এজন্য তার সেনাবাহিনীর “আরো কিছু জিনিসের প্রয়োজন।”সূত্র বিবিসি।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ