17 C
আবহাওয়া
৪:৫৭ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৯, ২০২৫
Bnanews24.com
Home » ছাগলনাইয়ার রৌশন ফকির দরগাহ মাদ্রাসার দুই শিক্ষকের বিদায় সংবর্ধনা

ছাগলনাইয়ার রৌশন ফকির দরগাহ মাদ্রাসার দুই শিক্ষকের বিদায় সংবর্ধনা

ছাগলনাইয়ার রৌশন ফকির দরগাহ মাদ্রাসার দুই শিক্ষকের বিদায় সংবর্ধনা

বিএনএ, ফেনী: ফেনীর ছাগলনাইয়া উপজেলার রৌশন ফকির দরগাহ মাদ্রাসার দুই শিক্ষকের বিদায় সংবর্ধনা বৃহস্পতিবার (১২মে) সকালে মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।বিদায়ী শিক্ষকরা হচ্ছেন মাওলানা মহিন উদ্দিন বাদশা, উম্মে কুলসুম।

অত্র মাদ্রাসার সুপার মাওলানা মনজুরুল মাওলা সর্দার এর সভাপতিত্বে সহকারী শিক্ষক মুহাম্মদ আলাউদ্দিন মিয়াজি এর সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন  অত্র মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ফেনী জেলা শাখার সাধারণ সম্পাদক এবিএম নিজাম উদ্দিন, মাদ্রাসার কোষাধ্যক্ষ ও উত্তর সতর ঈদগাহ জামে মসজিদের খতিব হাফেজ বেলাল হোসেন ,মির্জার বাজার পরিচালনা কমিটির সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী মির্জা জুলফিকার হায়দার শিমুল প্রমুখ ‌। বক্তব্য রাখেন সরকারি সুপার মাওলানা শামীম আলম, বিদায় শিক্ষক মাওলানা মহিন উদ্দিন বাদশা, শিক্ষিকা উম্মে কুলসুম, হাফেজ নুরুল ইসলাম মাস্টার আরাফাত হোসেন ও রাশেদা আক্তার প্রমুখ।

বিএনএ/ এবিএম নিজাম উদ্দিন, ওজি

Loading


শিরোনাম বিএনএ