বিএনএ, ঢাকা : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের হ্যাঙ্গারে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি বোয়িং উড়োজাহাজের সংঘর্ষের ঘটনায় প্রিন্সিপাল ইঞ্জিনিয়ারসহ (প্রধান প্রকৌশলী) বিমানের পাঁচ কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করেছে কর্তৃপক্ষ।
তারা হলেন, বিমানের প্রধান প্রকৌশলী মোহাম্মদ বদরুল ইসলাম, প্রকৌশল কর্মকর্তা মোঃ মাইনুল ইসলাম, সৈয়দ বাহাউল ইসলাম ও সেলিম হোসেন খান এবং জিএসই অপারেটর মোঃ হাফিজুর রহমান। বুধবার বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আবু সালেহ মোস্তফা কামাল সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি জানান, গত ১০ এপ্রিলের ওই ঘটনার পর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে ওই ৫ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। তদন্ত প্রতিবেদনে সেদিনের সংঘর্ষে দুই বোয়িং উড়োজাহাজের ক্ষতির জন্য ওই পাঁচ কর্মকর্তা-কর্মচারীকে দায়ী করা হয়েছে। গত ১০ এপ্রিল হ্যাঙ্গারে ঢোকানোর সময় বোয়িং ৭৭৭-৩০০ ইআরের সামনের অংশ (নোজ) বোয়িং ৭৩৭-৮০০ এর পেছনের অংশে (টেইল) গিয়ে ধাক্কা দেয়। এতে ৭৭৭ উড়োজাহাজের র্যাডোম ও সামনের বাল্কহেড এবং ৭৩৭ উড়োজাহাজের বামদিকের আনুভূমিক স্ট্যাবিলাইজারের কোণার অংশ আংশিক ক্ষতিগ্রস্ত হয়।
তবে বিমানের প্রধান প্রকৌশল বিভাগ ও উড়োজাহাজ প্রস্তুতকারক বোয়িংয়ের প্রচেষ্টায় তিন দিনের মধ্যে বোয়িং উড়োজাহাজ দুটিকে উড্ডয়নের জন্য প্রস্তুত করা হয়।
বিএনএ/ ওজি