বিএনএ, ময়মনসিংহ: ময়মনসিংহে স্বাস্থ্যবিধি লঙ্ঘন করে পণ্যবাহী ট্রাকে যাত্রী নেওয়া ও গণপরিবহনে অতিরিক্ত যাত্রী পরিবহনের দায়ে ৭ মামলায় ৫ হাজার ৫শ টাকা জরিমানা আদায় করা হয়েছে।বুধবার (১২ মে) বেলা ১২ টার দিকে নগরীর চুরখাই এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এসব জরিমানা করা হয়।
জেলা প্রশাসন সুত্র জানায়, পণ্যবাহী ট্রাকে যাত্রী নেওয়া ও গণপরিবহনে অতিরিক্ত যাত্রী পরিবহন দায়ে মাধ্যমে করোনা সংক্রমণের ঝুঁকি সৃষ্টি করার অপরাধে ৭ মামলায় ৫ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহাদাৎ হোসেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আয়েশা আক্তার। তিনি বলেন, করোনা সংক্রমণ প্রতিরোধে এমন অভিযান অব্যাহত থাকবে।
বিএনএ/ হামিমুর রহমান , ওজি