26 C
আবহাওয়া
৭:৪৩ অপরাহ্ণ - ডিসেম্বর ২৯, ২০২৪
Bnanews24.com
Home » কো‌ভিড ১৯ : চট্টগ্রা‌মে এক‌দি‌নে মৃত্যু ৫, নতুন আক্রান্ত ১০৯

কো‌ভিড ১৯ : চট্টগ্রা‌মে এক‌দি‌নে মৃত্যু ৫, নতুন আক্রান্ত ১০৯


বিএনএ, চট্টগ্রাম : গত ২৪  ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) চট্টগ্রামে ৮৬৫টি নমুনা পরীক্ষায় চট্টগ্রামে ১০৯ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। যাদের নগরে ৮২ এবং উপজেলার ২৭ জন। এনিয়ে চট্টগ্রামে মোট করোনায় আক্রান্তের সংখ্যা ৫১ হাজার ৪৯৯ জন। এসময় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৫ জন। যাদের নগরে ৩ জন এবং উপজেলার ২ জন। বুধবার (১২  মে) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ৮০টি নমুনা পরীক্ষায় ১৮, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৩৫০টি নমুনা পরীক্ষায় ২৮ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ৭৯টি নমুনা পরীক্ষায় ১৭ জন, শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ২৭৩টি নমুনা পরীক্ষা ১৭ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১৬টি নমুনা পরীক্ষায় ৫ জন, চট্টগ্রাম জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ৫০টি নমুনা পরীক্ষায় ১৯ জন এবং চট্টগ্রাম মেডিকেল সেন্টার ল্যাবে ১৭টি নমুনা পরীক্ষায় ৫ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

এদিন চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু), কক্সবাজার মেডিকেল কলেজ ও ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে নমুনা পরীক্ষা হয়নি।

চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১০৯ জন বেড়ে করোনায় আক্রান্তের সংখ্যা ৫১ হাজার ৪৯৯ জন। যাদের নগরের ৪১ হাজার ২০৫ জন এবং উপজেলার ১০ হাজার ২৯৪ জন। এসময় চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৫৭৩ জন। এদের মধ্যে নগরে ৪২৪ জন এবং উপজেলার ১৪৯ জন।

বিএনএনিউজ২৪/ আমিন

Loading


শিরোনাম বিএনএ