29 C
আবহাওয়া
৫:৪২ অপরাহ্ণ - নভেম্বর ১৫, ২০২৪
Bnanews24.com
Home » মাদক মামলায় যুবকের ৫ বছরের কারাদণ্ড

মাদক মামলায় যুবকের ৫ বছরের কারাদণ্ড


বিএনএ,চট্টগ্রাম: চট্টগ্রামে মাদক মামলায় সোলেমান (২১) নামে এক যুবকের পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। বুধবার (১২ এপ্রিল) দুপুরে চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞার আদালত এ রায় দেন।

মো. সোলেমান, নগরের ডবলমুরিং থানার দেওয়ানহাট পোস্তার পাড়া মৃত আবদুল মালেকের ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. নোমান চৌধুরী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

মামলার নথি থেকে জানা যায়, ২০১৭ সালের ১৩ আগস্ট নগরের কোতোয়ালী থানার বিআরটিসি জামতলা বস্তি এলাকা থেকে মো. সোলেমানকে গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রোর চান্দগাঁও সার্কেল। এ সময় তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় তৎকালীন সংস্থাটির চান্দগাঁও সার্কেলের পরিদর্শক তপন কান্তি শর্মা বাদী হয়ে কোতোয়ালী থানায় মামলা করেন। কোতোয়ালী থানায় করা মামলায় তদন্ত শেষে আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। ২০২০ সালের ৫ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে এ মামলার বিচার শুরু হয়।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ