34 C
আবহাওয়া
৫:১১ অপরাহ্ণ - মে ৭, ২০২৫
Bnanews24.com
Home » ভারতে সেনা ঘাঁটির ভেতর গোলাগুলিতে নিহত ৪

ভারতে সেনা ঘাঁটির ভেতর গোলাগুলিতে নিহত ৪


বিএনএ, ঢাকা: ভারতের পাঞ্জাব প্রদেশের সীমান্ত এলাকায় অবস্থিত সেনা ঘাঁটির ভেতর গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় চারজন নিহত হয়েছেন।

বুধবার (১২ এপ্রিল) সকালে এই গোলাগুলি হয়েছে বলে জানিয়েছে আল জাজিরা। সেনাবাহিনীর দক্ষিণ পশ্চিমী কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, হামলার পরপরই এলাকাটি ঘেরাও করা হয়েছে এবং দ্রুত প্রতিক্রিয়া দল অনুসন্ধান চালাচ্ছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ভাটিন্ডা মিলিটারি স্টেশনের অভ্যন্তরে ভোর সাড়ে ৪টার দিকে গুলি চালানোর ঘটনা ঘটে। স্টেশন কুইক রিঅ্যাকশন টিম সক্রিয় করা হয়েছে। এলাকাটি ঘিরে রাখা হয়েছে এবং সিল করা হয়েছে। অনুসন্ধান অভিযান চলছে, চার জনের হতাহতের খবর পাওয়া গেছে।

কর্তৃপক্ষ বলছে, তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

তবে ভাটিন্ডার এসএসপি গুলনীত খুরানা জানিয়েছেন, প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে কোনো সেনা জওয়ান গুলি চালিয়েছেন। তাতেই গুলিবিদ্ধ হয়েছেন বাকিরা।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ