বিএনএ, ঢাকা: করোনার কারণে টানা দুই বছর বন্ধ থাকার পর এবার ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে হাইকোর্ট প্রাঙ্গণের জাতীয় ঈদগাহ ময়দানে। আবহাওয়া অনুকূলে এবারের ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে আটটায়। তবে আবহাওয়া প্রতিকূল থাকলে ঈদের প্রধান জামাত সকাল ৯টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (১২ এপ্রিল) সচিবালয়ে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উদযাপনে সরকারি কর্মসূচি নির্ধারণে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।
সভায় জানানো হয়, ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮ টায়। বৈশাখ মাস হওয়ায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা মাথায় রেখে বিকল্প সময়ের ব্যবস্থাও রাখা হয়েছে। আবহাওয়া প্রতিকূলে থাকলে ঈদের প্রধান জামাত সকাল ৯টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে।
এরই মধ্যে জামাতের জন্য জাতীয় ঈদগাহ মাঠে প্রস্তুতি শুরু হয়েছে। সেখানে চলছে প্যান্ডেল তৈরির কাজ। মাঠে বাঁশের স্তূপ, খোঁড়াখুঁড়ি ও বাঁশের খুটি বসানোর কাজ চলছে। মাঠের মাঝ বরাবর উত্তর থেকে দক্ষিণ পাশ পর্যন্ত সবচেয়ে উঁচু বাঁশের খাটালসহ (খুঁটির সারি) মোট চারটি খাটাল বসানো হয়েছে। পুরো মাঠে মোট ১৬টি খাটাল (খুঁটির সারি) বসবে বলে জানা গেছে।
প্যান্ডেলের কাজের শ্রমিকরা জানিয়েছেন, প্রতি বছরই তারা প্যান্ডেল নির্মাণর কাজ করেন। করোনার কারণে গত দুই বছর বন্ধ ছিল। এবার কাজ করতে পেরে ভালো লাগছে। এবার আমরা ৫০ জন শ্রমিক নিয়ে কাজ শুরু করেন তারা। ১০ রমজানের পর আরও কিছু শ্রমিক নেয়া হবে। ঈদের আগে বেশি শ্রমিক ও মিস্তিরি নিয়ে একসাথে কাজ শুরু করা হবে।
এবারও ঢাকা দক্ষিণ সিটির কাছ থেকে জাতীয় ঈদগাহের প্যান্ডেল নির্মাণের টেন্ডার পেয়েছেন মো. মোজাম্মেল হক। তিনি বলেন, আমার কাজ শুধু প্যান্ডেল নির্মাণ করা। ২৩-২৪ রোজার মধ্যেই প্যান্ডেল নির্মাণের কাজ শেষ করার পরিকল্পনা হাতে নিয়ে কাজ করছি। এখন পর্যন্ত ১০ শতাংশ কাজ শেষ হয়েছে বলা যেতে পারে। আমরা আরও লোক নেবো। তখন আরও কাজের গতি বাড়বে।
প্রসঙ্গত, করোনার কারণে গত দুই বছর জাতীয় ঈদগাহ মাঠে আয়োজন হয়নি ঈদ জামাতের। মাঠের পরিবর্তে বায়তুল মোকাররম মসজিদেই ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
বিএনএ/এমএফ