25 C
আবহাওয়া
৩:১১ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৪
Bnanews24.com
Home » লকডাউনে বন্ধ থাকবে বিমা কোম্পানি

লকডাউনে বন্ধ থাকবে বিমা কোম্পানি


বিএনএ ডেস্ক:করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত ১৪ থেকে ২১ এপ্রিল পর্যন্ত লকডাউনে বন্ধ থাকবে বিমা কোম্পানিগুলো।

সোমবার (১২ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে এ সিদ্ধান্ত নিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।

আইডিআরএর চেয়ারম্যান ড. এম মোশাররফ হোসেন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, আগামী ১৪ থেকে ২১ এপ্রিল পর্যন্ত বিমা কোম্পানির অফিস বন্ধ রাখতে। সে নির্দেশ অনুসারে ২১ এপ্রিল বিমা কোম্পানির কার্যক্রম বন্ধ রাখা হবে।’

প্রসঙ্গত, সরকারের নির্দেশনা অনুযায়ী, ১৪ এপ্রিল সকাল ৬টা থেকে ২১ এপ্রিল মধ্যরাত পর্যন্ত বিধিনিষেধ আরোপ করেছে সরকার। এ বিধিনিষেধ চলাকালে সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্ত্বশাসিত ও বেসরকারি অফিস এবং আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে বিমান, সমুদ্র, নৌ ও স্থল বন্দর এবং তৎসংশ্লিষ্ট অফিসগুলো খোলা থাকবে।

দেশে বর্তমানে লাইফ-নন লাইফসহ মোট ৭৮টি বিমা কোম্পানি রয়েছে।

Loading


শিরোনাম বিএনএ