বিএনএ, লোহাগাড়া : বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া’র সৌজন্যে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে লোহাগাড়ায় ১ম ধাপে ১হাজার দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার বিকেলে উপজেলার আমিরাবাদ ওয়েডিং পার্ক কমিউনিটি সেন্টারে আনুষ্ঠানিকভাবে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
সাবেক ছাত্রনেতা শাহিদুল কবির সেলিমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম.এ মোতালেব সিআইপি।
বড়হাতিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রিটন বড়ুয়া রুনার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লোহাগাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল,দক্ষিণ জেলা আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক বিজয় কুমার বড়ুয়া,দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাতকানিয়ার পৌর মেয়র মোহাম্মদ জোবায়ের,উপজেলা আওয়ামী লীগ নেতা আনিসুল উল্লাহ্ প্রমুখ।
অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন চুনতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন জনু, চরম্বা ইউপি চেয়ারম্যান মাস্টার শফিকুর রহমান, আমিরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ সিরাজ, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রিদুয়ানুল হক সুজন, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সহ-সভাপতি আকতার হোসেন ফরিদ, হারুনর রশীদ, জয়নাল আবেদীন, যুবলীগ নেতা আমিনুল হক মামুন, যুবলীগ নেতা জয়নাল, জাহিদুল ইসলাম রাসেল, মোহাম্মদ নাবেদ প্রমুখ।
এছাড়াও উপজেলা স্বেচ্ছাসেবক লীগ হেলাল উদ্দিন,সাইফুল ইসলাম জিয়া,মামুনুর রশিদ,জয়নাল আবেদীন,সাজ্জাদ হোসেন অভি ও জামাল উদ্দিন।ছাত্রলীগ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন,হামীম হোসেন রবিন,মিনহাজ উদ্দিন কায়সার,তারেকুল ইসলাম ইমন, মাহিদুল কবির মীম, সাজ্জাদ হোসেন সহ অন্যান্যরা।
বিএনএনিউজ/ রায়হান সিকদার/ এইচ.এম।