17 C
আবহাওয়া
৭:০৬ পূর্বাহ্ণ - জানুয়ারি ২২, ২০২৫
Bnanews24.com
Home » চবিতে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু

চবিতে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু

চবিতে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু

বিএনএ, চবি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। সোমবার (১২ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় অনলাইনে এ ভর্তি কার্যক্রমের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। আবেদন চলবে ৩০ এপ্রিল রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। এছাড়া টাকা জমা দেওয়া যাবে ২ মে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

গত ২৪ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির এক সভায় চবির ভর্তি আবেদন প্রক্রিয়া ৫ এপ্রিল থেকে শুরু করে ৩০ এপ্রিল শেষ করার সিদ্ধান্ত হয়। তবে দেশে করোনা ভাইরাস বৃদ্ধির কারণে এক সপ্তাহ পিছিয়ে আজ থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরুর সিদ্ধান্ত নেয় ভর্তি পরীক্ষা কমিটি। সিদ্ধান্তে আগামীকাল থেকে শুরু হবে।

গত বছরের মতো এবারও চারটি ইউনিট ও দুটি উপ–ইউনিটের মাধ্যমে ভর্তি কার্যক্রম সম্পন্ন হবে। আগামী ২২ জুন থেকে তিনধাপে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২২ ও ২৩ জুন ‘বি’ ইউনিট, ২৪ ও ২৫ জুন ‘ডি’ ইউনিট, ২৮ ও ২৯ জুন ‘এ’ ইউনিট ও ৩০ জুন ‘সি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া ‘বি-১ ও ‘ডি-১ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে ১ জুলাই উপ-ইউনিট ।

এবার ৪৮টি বিভাগ ও ৫টি ইনস্টিটিউটে ৪ হাজার ৯২৬টি আসনের জন্য শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। এর মধ্যে সাধারণ আসন ৪ হাজার ১৮৯টি ও কোটা ৭৩৭টি। ভর্তির আবেদনের জন্য প্রতি ইউনিট ও উপ-ইউনিটে একজন শিক্ষার্থীর খরচ হবে ৫৫০ টাকা।ভর্তিচ্ছুদের ( https://admission.cu.ac.bd) মাধ্যমে প্রচারিত প্রক্রিয়া অনুসরণ করে আবেদন করতে হবে।

বিএনএনিউজ/নাজমুস,মনির

Loading


শিরোনাম বিএনএ