বিএনএ, ঢাকা: করোনা সংক্রমণ দ্রুত বৃদ্ধিরোধে ১৪ এপ্রিল ভোর থেকে সারাদেশে সর্বাত্মক লকডাউন ঘোষণার প্রেক্ষিতে সাধারণ,খুচরা ক্রেতা বিক্রেতা দোকানদার সবাই ছুটছেন মালামাল ও পণ্য ক্রয় ও সংগ্রহের জন্য। এ কারণে সোমবার(১২ এপ্রিল) সকাল থেকে রাজধানীসহ দেশের বড় বড় শহরগুলোতে সড়কে যেমন তীব্রযানজট চলছে তেমনি কাঁচা বাজার, পাইকারী ও খুচরা বাজার, শপিংমল, মার্কেট সর্বত্র তীব্রজনজট শুরু হয়েছে। কেউ পহেলা বৈশাকের ঘরোয়া উৎসব পালনে, কেউ ঈদের বাজার, সাধারণ দোকানদাররা দোকানের মালামাল সংগ্রহে পাইকারী বাজারে ভিড় করছেন।
কঠোর লকডাউনের খবরে অনেকেই রাজধানী ছেড়ে বাড়ি ফিরে যাচ্ছেন। আবার অনেকে অন্যজেলা থেকে ঢাকায় ফিরছেন। এতে করে সোমবার সকাল থেকে ঢাকা-সিলেট এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রচণ্ড গাড়ির চাপ রয়েছে।
কঠোর লকডাউন ঘোষণার কারণে সোমবার দেশের বিভিন্ন ব্যাংকে গ্রাহকদের দীর্ঘ লাইন পড়ে যায়। গ্যাস বিদ্যুত পানির বিল জমা করতে এবং নগদ টাকা তুলতে গ্রাহকরা হুমড়ি খেয়ে পড়েন ব্যাংক প্রাঙ্গনে।
ছবিটি চট্টগ্রাম প্রেসক্লাবের অগ্রণী ব্যাংকের সামনে থেকে তুলেছেন বিএনএ আলোকচিত্র সাংবাদিক সাইদুল আজাদ।
বিএনএ বাংলানিউজ/এসজিএন