30 C
আবহাওয়া
৮:৩১ অপরাহ্ণ - মার্চ ১২, ২০২৫
Bnanews24.com
Home » চট্টগ্রাম বিভাগে এবার ৫২ লাখ শিশু পাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

চট্টগ্রাম বিভাগে এবার ৫২ লাখ শিশু পাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

চট্টগ্রাম বিভাগে এবার ৫২ লাখ শিশু পাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

বিএনএ, চট্টগ্রাম: সিটি করপোরেশসহ চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে ৬-১১ মাসের ৫২ লাখ ২৪ হাজার ৫৩৬ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার (১১ মার্চ) বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের সম্মেলন কক্ষে এক সভায় এ তথ্য জানানো হয়।

সভায় জানানো হয়, আগামী ১৫ মার্চ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে বিভাগের ১১ জেলা ও সিটি করপোরেশন এলাকায় ৬-১১ মাস বয়সী ৬ লাখ ২১ হাজার ৮৩৫ শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল ও ১২-৫৯ মাস বয়সী ৪৬ লাখ ২ হাজার ৭০১ জন শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

তার মধ্যে চট্টগ্রাম জেলায় ৬-১১ মাস বয়সী ৯২ হাজার ৭২৭ জন, ১২-৫৯ মাস বয়সী ৭ লাখ ৩২ হাজার ৯৮৯ জন, কক্সবাজার জেলায় ৬-১১ মাস বয়সী ৬১ হাজার ৬৫৯ জন, ১২-৫৯ মাস বয়সী ৪ লাখ ২৭ হাজার ৮০৬ জন, বান্দরবান জেলায় ৬-১১ মাস বয়সী ৮ হাজার ৫৯৬ জন, ১২-৫৯ মাস বয়সী ৫৩ হাজার ৯৪৬ জন, রাঙামাটি জেলায় ৬-১১ মাস বয়সী ১০ হাজার ৫৩৭ জন, ১২-৫৯ মাস বয়সী ৭৫ হাজার ৩২৩ জন, খাগড়াছড়ি জেলায় ৬-১১ মাস বয়সী ১৫ হাজার ৯২২ জন, ১২-৫৯ মাস বয়সী ৯৮ হাজার ৭৪০ জন, ফেনী জেলায় ৬-১১ মাস বয়সী ৩১ হাজার ৬৭৫ জন, ১২-৫৯ মাস বয়সী ২ লাখ ২০ হাজার ৮৯৪ জনকে ক্যাপসুল খাওয়ানো হবে।

নোয়াখালী জেলায় ৬-১১ মাস বয়সী ৬৪ হাজার জন, ১২-৫৯ মাস বয়সী ৫ লাখ ৯২ হাজার ৫’শ জন, লক্ষ্মীপুর জেলায় ৬-১১ মাস বয়সী ৩৫ হাজার ৪২৬ জন, ১২-৫৯ মাস বয়সী ২ লাখ ৬৫ হাজার ৭৩৪ জন, চাঁদপুর জেলায় ৬-১১ মাস বয়সী ৪১ হাজার ৪৪১ জন, ১২-৫৯ মাস বয়সী ৩ লাখ ১৬ হাজার ৩৪৮ জন, কুমিল্লা জেলায় ৬-১১ মাস বয়সী ১ লাখ ১১ হাজার ৯৯১ জন, ১২-৫৯ মাস বয়সী ৮ লাখ ৫০ হাজার ৯৫১ জন, ব্রাহ্মণবাড়িয়া জেলায় ৬-১১ মাস বয়সী ৫৭ হাজার ৮৬১ জন, ১২-৫৯ মাস বয়সী ৪ লাখ ৯৭ হাজার ৪৭০ জন এবং চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় ৬-১১ মাস বয়সী ৯০ হাজার, ১২-৫৯ মাস বয়সী ৪ লাখ ৭০ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানো হবে।

চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. অং সুই প্রু মারমার সভাপতিত্বে ও চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের এমসিএস ডা. মো. নওশাদ খানের সঞ্চালনায় সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয়ের উপ-পরিচালক ডা. কমরুল আযাদ। রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন পরিবার পরিকল্পনা চট্টগ্রাম বিভাগীয় পরিচালক আবু সালেহ মো. ফোরকান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) চট্টগ্রাম অঞ্চলের পরিচালক অধ্যাপক মো. ফজলুল কাদের চৌধুরী, প্রাথমিক শিক্ষা চট্টগ্রাম, চট্টগ্রাম বিভাগীয় পরিচালক আতাউর রহমান, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. মো. মাসুদ মিয়া, পুলিশের চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি অফিসের অতিরিক্ত পুলিশ সুপার রওশন আরা, পরিবার পরিকল্পনা চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপ-পরিচালক বেগম শাহানেওয়াজ, পরিবার পরিকল্পনা লক্ষ্মীপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক নাজমুল হাসান, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয়ের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মনোয়ার হোসেন চৌধুরী, সহকারী পরিচালক (ডেন্টাল)) ডা. আবু সৈয়দ মো. ইমতিয়াজ হোসাইন, চট্টগ্রাম সিটি করপোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা ডা. তপন কুমার চক্রবর্তী, ইউনিসেফের প্রতিনিধি ডা. উবাসুই প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পরিচালক বি. জেনারেল তসলিম উদ্দিন বলেন, ভিটামিন ‘এ’ ক্যাপসুল শিশুর অপুষ্টি, অন্ধত্ব প্রতিরোধ, দেহের স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত, হাম ও ডায়রিয়াজনিত মৃত্যুর হার হ্রাসসহ সব ধরনের মৃত্যুর হার কমায়। পরিবারের রান্নায় ভিটাামিন ‘এ’ সমৃদ্ধ ভোজ্য তেল ব্যবহার শিশুর জন্য যথেষ্ট উপকারী। মা ও শিশুর পুষ্টির জন্য গর্ভবতী ও প্রসূতি মায়েদের স্বাভাবিকের চেয়ে বেশি করে ভিটামিন ‘এ’ সমৃদ্ধ প্রাণিজ ও উদ্ভিজ্জ খাবার খেতে দিতে হবে।

বিএনএনিউজ/ বিএম/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ