15 C
আবহাওয়া
৪:৩৭ পূর্বাহ্ণ - জানুয়ারি ২১, ২০২৫
Bnanews24.com
Home » এডিপির আকার কমল ১৮ হাজার কোটি টাকা

এডিপির আকার কমল ১৮ হাজার কোটি টাকা

এডিপির আকার কমল ১৮ হাজার কোটি টাকা

বিএনএ, ঢাকা: সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (আরএডিপি) বরাদ্দ কমেছে ১৮ হাজার কোটি টাকা। এবারও মন্ত্রণালয়ের বরাদ্দ পাওয়া অর্থ ব্যয় করতে না পারায় কাটছাঁট করতে হয়েছে সংশোধিত এডিপি। এডিপি কাটছাঁটের ফলে আরএডিপির আকার ২ লাখ ৪৫ হাজার কোটি টাকা দাঁড়িয়েছে। মূল এডিপির আকার ২ লাখ ৬৩ হাজার কোটি টাকা ছিল।

মঙ্গলবার (১২ মার্চ) শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় সংশোধিত এডিপির অনুমোদন দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সভা শেষে সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী আব্দুস সালাম জানান, বরাদ্দ কাটছাঁট করা একটি চলমান প্রক্রিয়া। মন্ত্রণালয়গুলোর সক্ষমতা এবং অগ্রাধিকার পরিবর্তন হওয়ায় কাটছাঁট করতে হয়। এ সময় স্বাস্থ্য ও শিক্ষা খাতে বরাদ্দ কমানোর বিষয়ে মন্ত্রী বলেন, অর্থ ব্যয় করতে না পারায় বরাদ্দ কমানো হয়েছে এসব মন্ত্রণালয়ের।

মোট সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির (আরএডিপি) পরিবহন ও যোগাযোগ খাতে সর্বোচ্চ ২৫ দশমিক ৮২ শতাংশ বরাদ্দ দেওয়া হচ্ছে। টাকার অঙ্কে যা দাঁড়ায় ৬৩ হাজার ২৬৩ কোটি ৩১ লাখ টাকা। দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ ১৫ দশমিক ৪৭ শতাংশ দেওয়া হয়েছে বিদ্যুৎ খাতে। যা টাকার অঙ্কে ৩৭ হাজার ৮৯৬ কোটি টাকা।

জানা গেছে, চলতি অর্থবছরের সংশোধিত এডিপিতে নিজস্ব অর্থায়ন কমছে সাড়ে ৭ হাজার কোটি টাকা। ১ লাখ ৬৯ হাজার কোটি টাকা এডিপিতে নিজস্ব অর্থায়ন ছিল। যা কমে দাঁড়াচ্ছে ১ লাখ ৬১ হাজার ৫০০ কোটি টাকা। এ ছাড়া বিদেশি সহায়তা থেকে সাড়ে ১০ হাজার কোটি টাকা বরাদ্দ কমছে। এতে সংশোধিত এডিপিতে বিদেশি সহায়তার পরিমাণ ৮৩ হাজার ৫০০ কোটি টাকা দাঁড়াবে।

পরিকল্পনা কমিশনের সচিব সত্যজিত কর্মকার জানান, প্রকল্পের গতি বাড়াতে প্রকল্প পরিচালকদের সক্ষমতা বৃদ্ধির বিষয়ে সভায় আলোচনা করা হয়েছে। মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে একটি কমিটি করা হবে। প্রকল্প পরিচালকদের পুল তৈরি করা হবে। আর এ বছর শেষ হবে এমন ৩৩২টি প্রকল্প সময়ের মধ্যেই শেষ করতে সব মন্ত্রণালয়ের কাছে নির্দেশনা দেওয়া হয়েছে।

বিএনএনিউজ/ বিএম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ