24 C
আবহাওয়া
১১:২৩ অপরাহ্ণ - নভেম্বর ২১, ২০২৪
Bnanews24.com
Home » উত্তরায় কাঁচাবাজারের আগুন নিয়ন্ত্রণে এসেছে

উত্তরায় কাঁচাবাজারের আগুন নিয়ন্ত্রণে এসেছে


বিএনএ,ঢাকা: রাজধানীর উত্তরা ১১ নম্বর সেক্টরের কাঁচাবাজারে আগুন লেগেছে। সোমবার(১১র্মাচ) দিবাগত রাত দুইটার দিকে জমজম টাওয়ারের পাশের কাঁচাবাজারে এই অগ্নিকাণ্ড ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রথমে তারা কাঁচাবাজারটিতে ছোট আগুন দেখতে পান। এরপর ১০-১৫ মিনিটের মধ্যে বড় আকার ধারণ করে। দাউ দাউ করে জ্বলতে থাকে। সেখানে কাঁচাবাজার ছাড়াও লেপ-তোশক এবং ফার্নিচারের দোকান ছিল। এসব মালামাল আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই পুড়ে গেছে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাকিব হাসান জানান, আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান দমকল কর্মীরা। ১০টি ইউনিটের চেষ্টায় রাত পৌনে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ছোট ছোট আগুন বা ছাইচাপা আগুন রাত ৩টার পরও জ্বলতে দেখা যায়।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে দোকানদাররা ছুটে এসে জীবনের ঝুঁকি নিয়ে মালপত্র বের করার চেষ্টা করলেও খুব বেশি কিছু বের করতে পারেননি। ঘটনাস্থলে এক দোকানিকে আহাজারি করতে দেখা যায়। আরেক ফার্নিচার দোকানি দাবি করেছেন, তার ২০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। তারা কোনো কিছু রক্ষা করতে পারেননি।

বিএনএ নিউজ/ রেহানা, ওজি/হাসনা

Loading


শিরোনাম বিএনএ