26 C
আবহাওয়া
৮:৪৪ পূর্বাহ্ণ - এপ্রিল ১৬, ২০২৫
Bnanews24.com
Home » রাবিতে সংঘর্ষের জেরে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ

রাবিতে সংঘর্ষের জেরে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ


বিএনএ, রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাথে বিনোদপুরের স্থানীয়দের সংঘর্ষের ঘটনার জের ধরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনের ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। রোববার (১২ মার্চ) দুপুরে গাছের গুঁড়ি ফেলে ও আগুন জালিয়ে সড়কটি অবরুদ্ধ করে তারা।

মহাসড়ক বন্ধ থাকায় বিকল্প পথে চলছে গাড়ি। নাটোরের দিক থেকে আসা যানবাহনগুলো শহরে প্রবেশ করছে বুধপাড়া ফ্লাইওভার হয়ে। অন্যদিকে নগরীর সাহেব বাজারের থেকে কাটাখালীর দিকে আসা ছোট যানবাহনগুলো ফুলতলা বালুরঘাট হয়ে চলাচল করছে।

এই প্রতিবেদন লিখা পর্যন্ত সড়কটিতে কোনো যান চলাচল করছে না। রাবির মেইন গেটের দুইদিকে গাছের বড় বড় অংশ ফেলে রাখা হয়েছে, অন্যদিকে জ্বলছে আগুন।

দায়িত্বরত পুলিশ কর্মকর্তা মহাসড়ক অবরোধ প্রসঙ্গে কোনো মন্তব্য করতে রাজি হননি। শিক্ষার্থীরা জানিয়েছেন, গতকাল বিনোদপুরের স্থানীয়রা ও পুলিশের বর্বরোচিত হামলার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।

বিএনএ/সাকিব, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
ঢাকা ও ইসলামাবাদ পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক বৃহস্পতিবার ময়মনসিংহে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু মিয়ানমার থেকে ফিরলেন ২০ বাংলাদেশি নাগরিক, স্বজনদের জিম্মায় আনুষ্ঠানিক হস্তান্তর বোয়িং থেকে উড়োজাহাজ কেনা বন্ধের নির্দেশ চীনের আমি শিষ্টাচারবহির্ভূত আচরণ শুরু করলে নিতে পারবেন না: হাসনাত কর্ণফুলীর আ.লীগ নেতা মো.আলীকে হত্যা মামলায় ঘোড়া মালেককে বিস্ফোরক মামলায় গ্রেপ্তার ডিপ্লোমা কোটা বাতিলের দাবিতে চুয়েটে শিক্ষার্থীদের বিক্ষোভ পটিয়ায় নিখোঁজের দুইদিন পর কৃষকের মরদেহ উদ্ধার সোনারগাঁয়ে চলছে ঐতিহ্যবাহী বউ মেলা চট্টগ্রামে গাঁজা-ইয়াবাসহ গ্রেপ্তার ৩, মোটরসাইকেল জব্দ