17 C
আবহাওয়া
৬:৪২ পূর্বাহ্ণ - জানুয়ারি ২২, ২০২৫
Bnanews24.com
Home » ইংল্যান্ডের বিপক্ষে টি-২০ সিরিজ জয়ে অভিনন্দন

ইংল্যান্ডের বিপক্ষে টি-২০ সিরিজ জয়ে অভিনন্দন

ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ জয়ের

বিএনএ স্পোর্টস ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা  ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি সিরিজ জয়ের জন্য জাতীয় ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।

রবিবার(১২ মার্চ ২০২৩)  এক অভিনন্দন বার্তায় ক্রিকেটপ্রেমী প্রধানমন্ত্রী ইংল্যান্ডকে হারানোর জন্য জাতীয় ক্রিকেট দলের সকল খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সংশ্লিষ্ট কর্মকর্তাদের শুভেচ্ছা জানিয়েছেন।

বাংলাদেশ ক্রিকেট দলের জয়ের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন শেখ হাসিনা।

 

নৌপরিবহন প্রতিমন্ত্রী

বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে টি-২০ সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী এবং বাংলাদেশ টেনিস ফেডারেশনের সভাপতি খালিদ মাহমুদ চৌধুরী।

রবিবার(১২ মার্চ ২০২৩)  এক অভিনন্দন বার্তায় প্রতিমন্ত্রী খেলোয়াড়দের পাশাপাশি ক্রিকেট দলের কোচ ও ক্রিকেট বোর্ড সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান।

প্রতিমন্ত্রী বলেন, ইংল্যান্ডের বিপক্ষে এই বিজয় ঐতিহাসিক। এই অর্জন টাইগারদের আরো সাহসী করে তুলবে। বাংলাদেশ সিরিজের তৃতীয় ম্যাচেও বিজয়ের ধারাবাহিকতা রক্ষা করে ইংল্যান্ডকে হোয়াইট ওয়াশ করতে পারবে বলে তিনি আশাবাদ ব‍্যক্ত করেন।

রবিবার(১২ মার্চ ২০২৩)  শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে চার উইকেটে হারিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ।
এই জয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজে ২-০ তে এগিয়ে গেল টাইগাররা।

বিএনএনিউজ২৪,জিএন

Loading


শিরোনাম বিএনএ