25 C
আবহাওয়া
৭:১৪ অপরাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বিএনপি

ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বিএনপি


বিএনএ, ঢাকা: ইউরোপীয় ইউনিয়নের ৮টি দেশের প্রতিনিধির সঙ্গে বৈঠকে বসেছে বিএনপি। বিএনপির পক্ষে বৈঠকের নেতৃত্ব দিচ্ছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (১২ মার্চ) সকাল ১০টার দিকে গুলশান-২ এর ৫৫ নম্বর সড়কের ১৮ নম্বর বাড়িতে এ বৈঠক শুরু হয়। বৈঠকে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ও মানবাধিকার সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ উপস্থিত আছেন।

তথ্যটি নিশ্চিত করেছে বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি বলেন, সকাল ১০টায় বিএনপি মহাসচিবের গাড়ি এবিসি হাউজে প্রবেশ করে। আগে থেকে এই ভবনে ইউরোপীয় ইউনিয়নভুক্ত সাতটি দেশের রাষ্ট্রদূতরা অবস্থান করছিলেন।

জানা গেছে, ঢাকার ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির বাসভবনে এ বৈঠক হচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের দেশ ফ্রান্স, জার্মানি, ইটালি, নেদারল্যান্ড, স্পেন, ডেনমার্ক ও নরওয়ের রাষ্ট্রদূতরা সেখানে উপস্থিত আছেন।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ