বিএনএ, সীতাকুন্ড : ১২ ঘন্টা পার হলেও নিয়ন্ত্রণে আসেনি চট্টগ্রামের সীতাকুণ্ডের ছোট কুমিরা এলাকায় এসএল গ্রুপের মালিকানাধীন ইউনিটেক্স তুলার গুদামে লাগা আগুন। শনিবার (১১ মার্চ) রাত ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে যোগ দেয় সেনাবাহিনী।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম জানান, সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল মাহমুদের নেতৃত্বে একটি ফায়ার ফাইটিং টিম কাজ শুরু করেছে।
এর আগে সন্ধ্যা সাতটার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা প্রশাসক আবুল বশার মোহাম্মদ ফখরুজ্জামান। ফায়ার সার্ভিসের ইউনিট আরও বাড়ানোর পরামর্শ দিয়ে তিনি সেনাবাহিনীর সহযোগিতা চান। এরপরই আগুন নিয়ন্ত্রণে সেনাবাহিনী যোগ দেয়।
গুদামটিতে শনিবার সকাল ১০টার দিকে লাগা আগুন ১২ ঘণ্টার বেশি সময় ধরে জ্বলছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, গুদামটির আশপাশে পানির বড় কোনো উৎস নেই। পানির অভাবে আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে। বর্তমানে ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তা ছাড়া আগুন ছড়ানোর শঙ্কায় গুদামটির পাশে অবস্থিত একটি ডিপো থেকে কন্টেইনার সরিয়ে নেওয়া হচ্ছে।
বিএনএনিউজ/এইচ.এম।