18 C
আবহাওয়া
৮:৫৩ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » কলকাতায় আবাসিক হোটেলে অগ্নিকাণ্ড, ১ বাংলাদেশি নিহত

কলকাতায় আবাসিক হোটেলে অগ্নিকাণ্ড, ১ বাংলাদেশি নিহত

কলকাতায় আবাসিক হোটেলে অগ্নিকাণ্ড

বিএনএ,ডেস্ক : কলকাতায় একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে এক বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। শনিবার (১২ মার্চ) ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সেখানে আগুন লাগে বলে প্রাথমিকভাবে ধারণা ফায়ার সার্ভিসের। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

সূত্র জানায়,  ভোর সাড়ে ৪টায় ৫ নম্বর মির্জা গালিব স্ট্রিটের (ফ্রি স্কুল স্ট্রিট) ওই হোটেলে আগুন লাগে। দোতলা থেকে আগুন দ্রুত আশপাশে ছড়িয়ে পড়ে । প্রথমে রিসিপশনে (অভ্যর্থনা কক্ষ) আগুন লাগে।  একে একে অন্তত ১০ থেকে ১২টি কক্ষে পুড়ে যায়। ওই সব কক্ষে বেশ কয়েকজন বাংলাদেশি নাগরিক ছিলেন। ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েকজন। সেখান থেকে শামীমাতুল আরশ (৬০) নামের এক বৃদ্ধা ছাড়া সবাইকে সরিয়ে নেওয়া হয়। পরে দগ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নেওয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়। তিনি বাংলাদেশি নাগরিক বলে জানা গেছে।

এছাড়া দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে একজন বাংলাদেশি নাগরিক রয়েছেন। তার নাম মেহতাব আলম (৪২)।

হাসপাতাল সূত্র জানিয়েছে, প্রাথমিক চিকিৎসার পর একজনকে ছেড়ে দেওয়া হয়েছে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ