বিএনএ, জামালপুর : জামালপুরের মেলান্দহে দশম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে শ্লীলতাহানীর ঘটনা ঘটেছে। পরে সেই স্কুল ছাত্রী তামিম আহম্মেদ স্বপন নামে ২৫ বছর বয়সী এক যুবককে অভিযুক্ত করে চিরকুট লিখে আত্মহত্যা করে। বৃহস্পতিবার উপজেলার পূর্ব শাহাজাতপুরে এই ঘটনা ঘটে। শুক্রবার (১১ মার্চ) এঘটনায় মেলান্দহ থানায় মামলা দায়ের হয়েছে।
পুলিশ ও ওই স্কুল ছাত্রীর পরিবারের সদস্যরা জানায়, মেলান্দহের সাধুপুর কান্দাপাড়া গ্রামের মো: খোকা মোল্লার ছেলে তামিম আহম্মেদ স্বপন পূর্ব শাহাজাতপুরের মো: আবু মিয়া একমাত্র মেয়ে মালঞ্চ এম এ গফুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী মোছাঃ আশামনি কে স্কুলে যাতায়াতের পথে উত্যাক্ত করত। বৃহস্পতিবার সকালে তামিম আশামনির সহপাঠী বুলবুলি, মিথিলা ও শায়লাকে দিয়ে প্রাইভেটের কথা বলে মোবাইলে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে সাধুপুর তাকে কান্দাপাড়ার একটি বাড়ীতে দিনভর আটকে রেখে আশামনিকে শ্লীলতাহানী করে তামিম। পরে বিকেল ৩টায় আশামনি বাড়ি ফিরে স্বপনকে অভিযুক্ত করে চিরকুট লিখে নিজ ঘরে সিলিংএর সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
ঘটনার পর আশামনির ঘর থেকে দুটি চিরকুট উদ্ধার করা হয়। চিরকুটে লেখা ছিল, ‘তামিম আমাকে সারাদিন এক রুমে আটকাইছে। তামিম আমাকে খুব ডিস্টার্ব করত ও আমাকে বলেছে ওর সাথে দেখ করলে সে আমার জীবন থেকে চলে যাবে। কিন্তু ও আমার সাথে খুব খারাপ কিছু করেছে যা বলার মত না’।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এম ময়নুল ইসলাম জানান, এই ঘটনায় আশামনির বাবা আবু মিয়া শুক্রবার থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। আসামীকে গ্রেফতারে অভিযান চলছে।
বিএনএনিউজ/আজিজ/এইচ.এম।